ভারতে আসছে অ্যান্ড্রয়েড ১২ এর প্রথম ফোন Google Pixel 5a

Google তাদের পরবর্তী মিড রেঞ্জে ফোন, Pixel 5a লঞ্চের তোড়জোড় শুরু করেছে। টিপস্টারদের কথা বিশ্বাস করলে, আগামী ১১ জুন অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেমের সাথে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। যদিও ফোনটি ভারতে আসবে কিনা তা এতদিন নিশ্চিত ছিল না। কারণ গতবছর Google Pixel 5 ও Pixel 4a 5G ফোন দুটি ভারতে লঞ্চ হয়নি। তবে সম্প্রতি গুগল পিক্সেল ৫এ ভারতের BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) সার্টিফিকেশন লাভ করায়, সেই আশংকা অনেকটাই দূর হল বলা চলে।

টিপস্টার মুকুল শর্মা, Google Pixel 5a কে GR0M2 মডেল নম্বর সহ BIS সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছেন। যদিও সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফোনটি যে লঞ্চের পর ভারতে আসবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

Google Pixel 5A এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আসন্ন গুগল পিক্সেল ৫এ ফোনে ৬.২ ইঞ্চি ফুল এইচডি+ ফ্লাট OLED ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের চারিপাশে হালকা বেজেল দেখা যাবে। ফোনটির ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল, যার মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। আবার এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। এছাড়াও এতে ৩.৫মিমি হেডফোন জ্যাক ও স্টেরিও স্পিকার থাকতে পারে। ফোনের ডান দিকে থাকবে পাওয়ার বাটন ও ভলিউম কী। আগেই বলেছি গুগল পিক্সেল ৫এ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য Google Pixel 5a এর পিছনে থাকবে বর্গাকার ডুয়েল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার প্রাইমারি সেন্সর হতে পারে ১২ মেগাপিক্সেল। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসাবে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। এতে PDAF সেন্সর থাকতে পারে বলে টিপস্টার দাবি করেছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন