128 জিবি কম পড়ে যাচ্ছে? Google Pixel 8 ও Pixel 8 Pro এখন পাওয়া যাবে 256 জিবি স্টোরেজ সহ
গত ৪ঠা অক্টোবর Google ভারতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Pixel 8 লঞ্চ করেছিল। এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা - Pixel 8 এবং Pixel 8 Pro। যদিও ডিভাইসগুলির বিক্রি শুরু হলে দেখা যায়, এগুলি শুধুমাত্র ১২৮ জিবি বেস স্টোরেজ কনফিগারেশনের সাথেই উপলব্ধ। উচ্চতর ২৫৬ জিবি স্টোরেজ অপশনটি এতদিন পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজ টেক জায়ান্টটি ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে এই দুটি হ্যান্ডসেটের ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের প্রাপ্যতা নিশ্চিত করল।
Google Pixel 8 এবং Pixel 8 Pro ফোনের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এবং সেল অফার
ই-কমার্স সাইট ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ গুগল পিক্সেল ৮ -এর ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ৮২,৯৯৯ টাকা। এটি - হেজেল, অবসিডিয়ান এবং রোস কালারে উপলব্ধ। অন্যদিকে 'প্রো' মডেলটি ১,১৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। এটি - বে এবং অবসিডিয়ান কালার অপশনে পাওয়া যাবে।
সেল অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডহোল্ডাররা ইএমআই এবং নন-ইএমআই ট্রানজ্যাকশনে যথাক্রমে ৩,৫০০ টাকা ও ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে স্ট্যান্ডার্ড মডেলটি কিনলে ৪৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। আর পিক্সেল ৮ প্রো -এর সাথে ৪২,০০০ টাকার এক্সচেঞ্জ ভ্যালু অফার করা হবে।
প্রসঙ্গত, Pixel 8 এবং Pixel 8 Pro ফোনের বেস ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য যথাক্রমে ৭৫,৯৯৯ টাকা ও ১,০৬,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।
Google Pixel 8 এর স্পেসিফিকেশন
গুগল পিক্সেল ৮ ফোনে ৬.১৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ডিভাইসের পেছনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN2 প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল Sony IMX386 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ম্যাক্রো ফোকাসও অফার করে। ফোনটি ৮কে পর্যন্ত রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। একই সাথে - স্ট্যাগার্ড এইচডিআর, ফেস আনব্লার, সুপার রেস জুম, অডিও ম্যাজিক ইরেজার সহ বিভিন্ন ফটোগ্রাফি ফিচারও অফার করে এই হ্যান্ডসেট।
অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Google Pixel 8 ফোনে ৩ ন্যানোমিটার আর্কিটেকচার ভিত্তিক সংস্থার নিজস্ব টেনসর জি৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। একই সাথে এতে টাইটান এম২ নামের সিকিউরিটি চিপও সমন্বিত থাকছে। স্টোরেজ হিসাবে ডিভাইসটি ৮ জিবি LPDDR5x র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম অফার করে। এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 8 স্মার্টফোনে ২৪ ওয়াট ওয়্যার্ড এবং ১৮ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৪৮৫ এমএএইচ ব্যাটারি আছে।
Google Pixel 8 Pro এর স্পেসিফিকেশন
গুগল পিক্সেল ৮ প্রো ফোনে ৬.৭-ইঞ্চির (১৩৪৪ x ২৯৯২ পিক্সেল) OLED টাচ-স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত এবং ২০:৯ এসপেক্ট রেশিও, ২৪০০ নিট পিক ব্রাইটনেস ও সর্বাধিক ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য এতে নতুন টেনসর জি৩ প্রসেসর ও টাইটান এম২ সিকিউরিটি চিপসেট ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ প্রি-লোডেড থাকছে। আবার সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার উপলব্ধ।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য গুগলের এই নয়া ফ্ল্যাগশিপ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৫এক্স অপটিক্যাল জুম সহ ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই রিয়ার সেন্সর ত্রয়ী - ৩০এক্স জুম, ফটো আনব্লার, প্রো কন্ট্রোল ইত্যাদি ক্যামেরা ফিচার সাপোর্ট করে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আলোচ্য মডেলে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে। তদুপরি IP68 রেটিং প্রাপ্ত Google Pixel 8 Pro ফোনে ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে এই ব্যাটারি একক চার্জে ২৪ ঘন্টা পর্যন্ত ডিভাইস সক্রিয় রাখবে।