Google Gmail: আর ভাবনা চিন্তার দরকার নেই, আপনার হয়ে ইমেইল লিখে দেবে গুগলই
দিন যত যাচ্ছে, ততই মানুষের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়ছে! একটা সময় মানবজাতির কাজে সাহায্যের জন্য আনা হয়েছিল রোবটের ধারণা, তবে এই একবিংশ শতকে মানুষের কার্যত বিকল্প হয়ে দাঁড়িয়েছে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় প্রযুক্তি কোম্পানি, সবার জন্যই AI এখন হাতিয়ারের সামিল। সেক্ষেত্রে ইউজারদের জীবনযাত্রা সহজ করে তুলতে তথা বাজারের প্রতিযোগিতায় পাল্লা দিতে, এবার Gmail এবং Google Docs-এর জন্য নতুন ইন্টিগ্রেটেড AI টুল রোল আউট শুরু করেছে টেক জায়ান্ট Google। আসলে সম্প্রতি জনপ্রিয় কোম্পানিটি ঘোষণা করেছিল যে, তারা জিমেইল এবং ডক্স নামক দুটি পরিষেবার সাথে বিশ্ব চর্চিত ChatGPT-এর মত জেনারেটিভ AI টুল যুক্ত করবে; আর এই ঘোষণার পরপরই, তারা এই টুল সংযুক্তির সর্বজনীন পরীক্ষা শুরু করেছে। সুবিধা বলতে, এই নতুন টুলের কারণে আমাকে-আপনাকে আর ভেবে-চিন্তে মেইল লিখতে হবেনা, সেই কাজ করে দেবে Google-এর AI-ই। এছাড়াও মিলবে আরও নানাবিধ ফিচার।
আপাতত মার্কিনি ইউজাররাই ব্যবহার করতে পারবেন Google-এর AI টুল
৯টু৫ গুগল (9to5 Google)-এর রিপোর্ট অনুযায়ী, কোম্পানি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন এআই টুল সংক্রান্ত পরীক্ষা শুরু করেছে, যেখানে সাধারণ ইউজার, এন্টারপ্রাইজ ইউজার এবং এডুকেশনাল ইউজাররা (১৮ বছরের বেশি বয়েস) অপ্ট-ইন প্রোগ্রাম হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিক পরীক্ষা শেষ হলে, শীঘ্রই এআই টুলগুলি বিশ্বব্যাপী সবার জন্য উপলব্ধ হবে৷
Gmail-এ মিলবে এই সমস্ত ফিচার
গুগল নতুন এআই টুল প্রবর্তন করায়, এরপর থেকে জিমেইলে জন্মদিনের আমন্ত্রণ থেকে শুরু করে চাকরির কভার লেটার, উপন্যাস লেখা ইত্যাদি কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে (যেমনটা শুরুতেই বলেছি)। এছাড়া গুগল ওয়ার্কস্পেসের ইউজাররা –
১. জিমেইলে কোনো কন্টেন্ট ড্রাফ্ট, রিপ্লাই, সারসংক্ষেপ (সামারাইজ) এবং প্রাধান্যতা (প্রায়োরাটাইজ)-এর অপশন পাবেন।
২. ডক্সে ব্রেইনস্টর্ম, প্রুফরিড, রাইট এবং রি-রাইট করতে পারবেন৷
৩. মিলবে স্লাইডে অটোমেটিক ইমেজ, অডিও এবং ভিডিও জেনারেটের সুবিধাও। এক্ষেত্রে এই ধরণের ফিচারগুলি ব্যবহারের জন্য ইউজাররা স্ক্রিনে আলাদা অপশন পাবেন।
সোজা কথায় বললে, গুগলের এই নতুন টুল আদতে চ্যাটজিপিটির মতই কাজ করবে। তবে এতে ওপেনএআই (OpenAI)-এর প্রযুক্তিটি কতটা প্রতিযোগিতার মুখে পড়বে, সেটাই এখন দেখার!