সেঞ্চুরি হাঁকালো Google Chrome! নতুন লোগোসহ এল ইন্টারনেট ব্রাউজারের শততম ভার্সন
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার Google Chrome (গুগল ক্রোম), আর সেই ব্রাউজার ব্যবহারকারীদের সুরক্ষা নিয়ে সবসময় চিন্তা করে টেক জায়ান্ট Google যার ফলস্বরূপ প্রায়শই সংস্থাটি নিত্যনতুন আপডেট নিয়ে হাজির হয়। আর একের পর এক নতুন আপডেট নিয়ে আসতে আসতে কখন যে ব্রাউজারের ভার্সনটি সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, তা যেন আর কারোর খেয়ালই নেই! আজ্ঞে হ্যাঁ, গুটি গুটি পায়ে এগোতে এগোতে সম্প্রতি Google তার জনপ্রিয় Chrome ব্রাউজারের জন্য শততম আপডেট ভার্সন রোলআউট করেছে। এক্ষেত্রে নতুন Chrome 100 (ক্রোম ১০০)-এর স্টেবল ভার্সনটি এখন Windows, Mac, Linux, Android, এবং iOS-এর জন্য উপলব্ধ।
তবে চমক কিন্তু এখানেই শেষ নয়! এর পাশাপাশি, গুগল এখন ক্রোম ব্রাউজারের জন্য একটি রিফ্রেশড লোগোও নিয়ে হাজির হয়েছে। ২০১৪ সালের পর, প্রায় ৮ বছর বাদে সংস্থাটি তাদের ক্রোম ব্রাউজারের লোগো পরিবর্তন করেছে। উল্লেখ্য, ২০০৮ সালে গুগল ক্রোমের যাত্রা শুরু হয়। তখনই প্রথম ক্রোমের জন্য নির্দিষ্ট লোগো তৈরি করা হয়েছিল। এরপর ২০১১ সাল, ২০১৪ সালে লোগোয় পরিবর্তন আনা হয়। এতদিন পর্যন্ত ওই লোগোটিই ব্যবহার করা হচ্ছিল। এরপর ফের চলতি বছরে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ব্রাউজারের লোগোটিকে নতুন রূপে দেখা যাবে।
তবে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজারটির শততম ভার্সন রোলআউটের ঘটনাটি নিঃসন্দেহে এক উৎসব ছাড়া আর কিছুই নয়। দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে ব্রাউজারটির সুমসৃণ জয়যাত্রার এক জ্বলন্ত দৃষ্টান্ত এটি! যদিও শততম আপডেটে কিন্তু নতুন কোনো ফিচার নেই। এক্ষেত্রে সংস্থাটি তার ডেভেলপারদের ওয়েবসাইটে একটি নতুন ব্লগের মাধ্যমে নতুন এই আপডেটটির বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে এবং সেইসাথে ব্লগটিতে ক্রোমের এই দীর্ঘসময়ের সাফল্যমণ্ডিত জয়যাত্রার ইতিহাসও প্রদর্শিত হয়েছে। ডেভেলপারদের জন্য বিশেষভাবে সহায়ক হবে ক্রোম ব্রাউজারের এই নয়া ভার্সন।
সেইসাথে গুগল একথাও জানিয়েছে যে, ক্রোম ১০০-এর সাথে সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান ইতিমধ্যেই করা হয়েছে। তবুও যদি কেউ কোনোরকম সমস্যার মুখোমুখি হন, তবে সেটির সম্পর্কে অবিলম্বে যেন সংস্থার কাছে তারা রিপোর্ট করেন। গুগলের এক ডেভেলপার অ্যাডভোকেট পিট লেপেজের মতে, ইউজার এবং ডেভেলপারদের সুসংগত সাপোর্টই গুগলকে যাবতীয় সমস্যা দূর করে ইউজারদের এক অনন্য এক্সপেরিয়েন্স প্রদানে ব্যাপকভাবে সহায়তা করবে। উল্লেখ্য, ফায়ারফক্স ১০০ (Firefox 100)-এর ক্ষেত্রেও এই একই আবেদন করা হয়েছে, যা খুব শীঘ্রই রোলআউট হতে চলেছে।
এদিকে, ক্রোম ১০০-এর পাশাপাশি গুগল একটি নতুন মাল্টি-স্ক্রিন উইন্ডো প্লেসমেন্ট এপিআই (Multi-Screen Window Placement API) চালু করেছে। নতুন এপিআই ব্যবহারকারীদের নির্দিষ্ট স্ক্রিনে উইন্ডোজ স্থাপন করার অনুমতি দেবে, যখন অন্যান্য ডিসপ্লেগুলিও প্রাথমিক মেশিনের সাথে কানেক্টেড থাকে। গুগল জানিয়েছে যে, এটি বেশ কিছু অ্যাপ্লিকেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ফাংশন হিসেবে কাজ করবে। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি আপনার ক্রোম ব্রাউজারে এই নতুন ভার্সনটির দেখা না পান, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে ধরে নিতে হবে যে, ক্রোমের নতুন ভার্সনটি এই মুহূর্তে আপনার জন্য উপলব্ধ নয়, তবে ভবিষ্যতে অবশ্যই আপনি এটি অ্যাক্সেস করার সুযোগ পাবেন।