Hero Maestro Xoom 110: নতুন ডিজাইন, সঙ্গে ব্লুটুথ ও ডিজিটাল ডিসপ্লে, তরুণ প্রজন্মের মনের মতো নয়া স্কুটার আনছে হিরো
উৎসবের মরসুমের মুখে হিরো মটোকর্প তাদের জনপ্রিয় মায়েস্ত্রো স্কুটারের নতুন ভার্সন বাজারে আনতে চলেছেে। যার নাম Hero Maestro Xoom 110৷ সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও, ডিলারদের এক অনুষ্ঠানে স্কুটারটির এক ঝলক দেখানো হয়েছে। একটি অটো পোর্টাল তাদের রিপোর্টে তেমমনই দাবি করেছে। শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্কুটারটি। দেশের তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করেই মূলত আনা হচ্ছে এটি। বর্তমানে বিশ্বের বৃহত্তম দু’চাকা গাড়ি নির্মাতাটিৃ Maestro Edge 110 ও Edge 125 বিক্রি করে। মডেল দুটির দাম ৭০,০০০-৮৭,০০০ টাকার (এক্স-শোরুম) মধ্যে।
হিরো বিগত ক'মাস ধরে ভারতে তাদের একাধিক মোটরসাইকেল ও স্কুটার ফিচারসমৃদ্ধ Xtec ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। যেমন - Glamour, Splendor Plus, Pleasure Plus, Passion। উন্নত ফিচার্সের কারণে এগুলি তাদের স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আরও বেশি দামি। Maestro Xoom 110 স্ট্যান্ডার্ড মডেলের উপর ভিত্তি করে তৈরি ও একাধিক ফিচার দ্বারা সুসজ্জিত। ডিজাইন এবং বিভিন্ন আপডেটের জন্য মায়েস্ত্রো রেঞ্জের শীর্ষস্থানে জায়গা পাবে এটি।
Hero Maestro Xoom 110 নতুনভাবে ডিজাইন করা ফ্রন্ট ফেসিয়া সঙ্গে নিয়ে আসছে। যেখানে শার্প সিঙ্গেল পিস এলইডি হেডল্যাম্পের সাথে এলইডি ডিআরএল সহ টার্ন সিগন্যাল উপস্থিত। উন্নত সুরক্ষা এবং দৃশ্যমানতার জন্য কর্নার বেন্ডিং ফাংশন দেওয়া হয়েছে। বাজার চলতি Maestro Edge 110-এর তুলনায় স্টাইলিং বেশ শার্প।
নতুন মডেলে হেডল্যাম্প অনেকটাই নিচের দিকে অবস্থিত। এমনকি এটি ছোট ফ্লাইস্ক্রিনেরও নিচে। ইন্ডিকেটরগুলি খানিকটা উপরের দিকে দু’ধারে দেওয়া হয়েছে। অন্যান্য হাইলাইটের মধ্যে নতুন ডিজাইনের ১২ ইঞ্চি ফ্রন্ট এবং রিয়ার অ্যালয় হুইল (যা Edge 110-এর চাইতে বড়), ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকছে।
হিরো মায়েস্ত্রো জুম ১১০ কে চলার শক্তি জোগাবে ১১০.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৮ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৮.৭৫ এনএম টর্ক উৎপন্ন হবে। জ্বালানির সাশ্রয় করতে এতে থাকবে i3S প্রযুক্তি। আর ক'দিনের মধ্যে স্কুটারটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে আশা করা যায়।