Hero Passion Pro-র দাম বাড়ল, এখন থেকে কেনার সময় খরচ করতে হবে এত

By :  SHUVRO
Update: 2021-09-29 17:38 GMT

কাঁচামালের দর বৃদ্ধির কারণে প্রায় সমস্ত মোটরসাইকেল ও স্কুটারের দাম বাড়ানোর পথে হেঁটেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp), যাতে উৎপাদনের খরচের কিছুটা পুষিয়ে যায়। ২০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে সেই বর্ধিত দাম। এর আগের প্রতিবেদনে আমরা সেগুলি তুলে ধরেছি। এবার সংস্থার অন্যতম জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল Passion Pro-র আপডেটেড দামের ব্যাপারে আমরা জেনে নেব।

Hero Passion Pro এর ভ্যারিয়েন্ট অনুযায়ী নতুন দাম

Hero Passion Pro ভারতে চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। 100 Million Edition Drum এবং Disc, ও Self/Alloy/Drum ও Disc। এগুলির মধ্যে 100 Million Edition মডেলের দাম অপরিবর্তিত রেখে স্ট্যান্ডার্ড মডেলের দাম বাড়ানো হয়েছে।

Passion Pro-র Drum ভ্যারিয়েন্টের নতুন দাম ৭০,৩৭৫ টাকা রাখা হয়েছে। অন্য দিকে, Disc ভ্যারিয়েন্টের নয়া দাম ৭৩,৩০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া আগের মতোই যথাক্রমে ৭১,১৭৫ টাকা ও ৭৫,১০০ টাকায় পাওয়া যাবে Passion Pro-র 100 Million Edition Drum এবং Disc মডেল।

প্রসঙ্গত, দাম বৃদ্ধি করলেও স্পেসিফিকেশন ও ফিচারের ক্ষেত্রে Hero Passion Pro-তে কোনোরূপ পরিবর্তন করা হয়নি। পূর্বের ন্যায় ১১৩ সিসি-র এয়ার কুল্ড ইঞ্জিনে চলবে এই বাইক, এর থেকে ৯ বিএইচপি পাওয়ার এবং ৯.৮৯ এনএম টর্ক পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News