ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ, আরও কত কী! নতুন রূপে ফিরছে Honda Activa, লঞ্চ কবে
হোন্ডা (Honda) বর্তমানে তাদের বেস্ট সেলিং স্কুটার Activa 6G-কে আরও বেশি অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা সাজিয়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। যেই কাজে ইতিমধ্যেই জাপানি সংস্থাটি হাত লাগিয়েছে। জল্পনা চলছিল, এবারে Activa 7G বাজারে আনা হতে পারে। তবে সেই জল্পনায় জল ঢেলে হোন্ডা জানালো মর্ডান ফিচারের সঙ্গে Activa 6G-এর একটি নয়া ভ্যারিয়েন্ট আনতে চলেছে তারা। আসুন নতুন মডেলটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Honda Activa 6G স্মার্টফোন কানেক্টিভিটি সহ আসছে
কথায় আছে, পুরনো চাল, ভাতে বাড়ে! হোন্ডা অ্যাক্টিভার ক্ষেত্রে এই কথাটি বিশেষভাবে প্রযোজ্য। কারণ, স্কুটারটি ‘তরুণ প্রজন্মের জন্য আদর্শ নয়’ – এই বদনাম এবার ঘোচাতে চলেছে হোন্ডা। এবছর পুজোতেই তার প্রমাণ হাতেনাতে দেওয়া হতে পারে। উক্ত সময়ে সংস্থাটি তাদের অ্যাক্টিভা স্কুটারটি নয়া প্রযুক্তির মোড়কে হাজির করতে পারে। নতুন ফিচার হিসাবে এতে যোগ হবে স্মার্টফোন কানেক্টিভিটি। আবার পুরনো আমলের অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল বদলে দেওয়া হতে পারে ফুল ডিজিটাল ইউনিট।
Honda Activa 6G-এর নয়া ভ্যারিয়েন্টের ফিচার্স
অন্যান্য নতুন ফিচারের মধ্যে কল/এসএমএস অ্যালার্ট এবং ফোন ব্যাটারি স্টেটাস দেখার ব্যবস্থা থাকতে পারে। এদিকে ২০২১-এ হোন্ডা এদেশে তাদের রোডসিঙ্ক কানেক্টিভিটি স্যুট-এর জন্য ট্রেডমার্ক দায়ের করেছিল। তবে এই আপডেট সমেত Activa লঞ্চের তেমন কোনো সম্ভাবনা নেই। যা হোন্ডার প্রিমিয়াম আন্তর্জাতিক মডেলে দেখা যায়। যেমন – Forza 350।
এদিকে Honda H'ness CB350 ও CB350RS-এ উপস্থিত স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম। তবে Honda Activa-তে এই ফিচারের দেখা মিলবে না বলেই আশা করা যায়। প্রসঙ্গত, ভারতের ১১০ সিসি স্কুটারের সেগমেন্টে সর্বাধিক জনপ্রিয় মডেল হওয়া সত্ত্বেও Activa-তে আধুনিকতার বেশ কিছু অভাব রয়েছে। যা এর প্রতিপক্ষ TVS Jupiter-এ কিছুটা হলেও পূরণ করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় – টার্ন বাই টার্ন নেভিগেশনের কথা।
এদিকে এবছরের শুরুতে Activa H-Smart লঞ্চ করা হলেও এটি ফিচারের দিক থেকে আশা পূরণ করতে ব্যর্থ। সে ক্ষেত্রে স্মার্টফোন কানেক্টিভিটি সহ ডিজিটাল ডিসপ্লে আধুনিকতার চাহিদা কিছুটা হলেও মেটাবে বলে আশা করা যায়। Activa 6G ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং স্মার্টফোন কানেক্টিভিটি সহ আসলে দাম H-Smart-এর (দাম ৮০,৫৩৭ টাকা) তুলনায় ৬,০০০ টাকা বাড়তে পারে বলেই আশা করা হচ্ছে। যেখানে TVS Jupiter ZX SmartXonnect ভ্যারিয়েন্টটির মূল্য ৮৭,১২৩ টাকা (এক্স-শোরুম)।