2022 Honda Africa Twin: হন্ডা লং ডিসট্যান্স অ্যাডভেঞ্চার রাইডের মজা দিতে ভারতে নতুন বাইক লঞ্চ করল

By :  SUMAN
Update: 2022-03-17 10:17 GMT

হাই-টেক অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইক হিসাবে বেশ নামডাক রয়েছে Honda Africa Twin-এর। আজ মোটরসাইকেলটির আপডেটেড সংস্করণ ভারতে লঞ্চের ঘোষণা করেছে হন্ডা। 2022 Honda Africa Twin সিকেডি মডেল হিসেবে এ দেশে এসেছে‌। অর্থাৎ আমদানিকৃত বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে ভারতের মাটিতে তৈরি হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইকটি। নতুন মডেলটির দাম শুরু হয়েছে ১৬.০১ লক্ষ টাকা (এক্স-শোরুম) টাকা থেকে।

2022 Honda Africa Twin স্পেসিফিকেশন ও ফিচার

২০২২ হন্ডা আফ্রিকা টুইনের হৃদপিন্ড একটি ১০৮২.৯৬ সিসি লিকুইড কুল্ড ৮-ভাল্ভ প্যারালাল টুইন ইঞ্জিন। যা ৭৫০০ আরপিএমে ৭৩ কিলোওয়াট পাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ১০৩ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ম্যানুয়াল ট্রান্সমিশন (MT) এবং ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশনের (ডিসিটি) বিকল্পে এসেছে।

লং-ডিসট্যান্স অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের জন্য হন্ডা আফ্রিকা টুইনে স্পেশ্যাল ফিচার রয়েছে‌। যেমন
ইলেকট্রনিক সাসপেনশন, অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, বড় ফুয়েল ট্যাঙ্ক, হিটেড গ্রিপস, টিউবলেস টায়ার, প্রভৃতি। এছাড়া, অন্যান্য হাই-টেক ফিচারগুলির মধ্যে সিক্স-অ্যাক্সিস আইএমইউ, ডুয়েল চ্যানেল এবিএস, হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, এবং ডিসিটি ভ্যারিয়েন্টে চারটি রাইডিং মোড (ট্যুর, আরবান, গ্রাভেল, ও অফ-রোড) উল্লেখযোগ্য।

2022 Honda Africa Twin দাম

২০২২ হন্ডা আফ্রিকা টুইনের ম্যানুয়াল এবং ডিসিটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৬.০১ লক্ষ টাকা এবং ১৭.৫৫ লক্ষ টাকা‌। এটি ডার্কনেস ব্ল্যাক মেটালিক ও পার্ল গ্লেয়ার হোয়াইট কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Tags:    

Similar News