Honda Car Discount : 33,000 টাকা ছাড়ে কিনুন হন্ডার গাড়ি, কোন মডেল কত কমে জেনে নিন

By :  SUMAN
Update: 2022-04-26 06:23 GMT

২০২২-এর দ্বিতীয় ত্রৈমাসিকের শুরুতেই আকর্ষণীয় ডিসকাউন্ট নিয়ে এলো হন্ডা কার (Honda)। ভারতে Honda City (New-gen), Amaze, WR-V এবং Jazz গাড়িগুলি লোভনীয় আর্থিক ছাড়ে কেনা যাবে। অফারের সময়সীমা কেবলমাত্র ৩০ এপ্রিল পর্যন্ত। সর্বোচ্চ ৩৩,০০০ টাকা পর্যন্ত ছাড়ে বাড়ি নিয়ে আসা যাবে হন্ডার গাড়ি। তবে যে কথাটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হল, অঞ্চল ভেদে শোরুমে ডিসকাউন্টের পরিমাণে হেরফের হতে পারে। গাড়িগুলিতে কত টাকার বেনিফিট পাওয়া যাবে, তার বিস্তারিত আলোচনা রইল।

নতুন প্রজন্মের হন্ডা সিটি (New-gen Honda City)

পঞ্চম প্রজন্মের হন্ডা সিটি কিনলে সর্বোচ্চ ৩০,৩৯৬ টাকার বেনিফিট পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে ৫,০০০ টাকার ক্যাশ ডিস্কাউন্ট, ৭,০০০ টাকার হন্ডা কার এক্সচেঞ্জ বোনাস এবং ৮,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। উপরন্তু পাওয়া যাবে হোন্ডা কাস্টমার লয়ালটি বোনাস বাবদ ৫,০০০ টাকা এবং ৫,৩৯৬ টাকার বিভিন্ন সরঞ্জাম কেনা যাবে।

অন্যদিকে হন্ডা সিটির আগের মডেল অর্থাৎ চতুর্থ প্রজন্মের গাড়িটি সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। যার মধ্যে ৭,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ৮,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট ছাড়াও ৫,০০০ টাকার লয়ালটি বোনাস মিলবে।

হন্ডা অ্যামেজ (Honda Amaze)

ভারতে হন্ডার লাইনআপে বেস্ট-সেলিং সেডান অ্যামেজ গাড়িটি সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্টে বাড়ি নিয়ে আসুন। এর মধ্যে কর্পোরেট ডিসকাউন্ট বাবদ ৪,০০০ টাকা এবং কার এক্সচেঞ্জ বোনাস বাবদ ৬,০০০ টাকা মিলবে।

হন্ডা ডব্লিউআর-ভি (Honda WR-V)

হন্ডা ডব্লিউআর-ভি-তে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ২৬,০০০ টাকার ছাড়। এতে ৪,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট, ৭,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ১০,০০০ টাকার কার এক্সচেঞ্জ ডিসকাউন্ট আছে। আবার ৫,০০০ টাকার লয়ালটি বোনাস মিলবে।

হন্ডা জাজ (Honda Jazz)

এপ্রিল ২০২২ এ সর্বাধিক ৩৩,১৫৮ টাকা পর্যন্ত ডিস্কাউন্টে কেনা যাচ্ছে হন্ডা জাজ। যার মধ্যে ক্রেতারা পেয়ে যাবেন ক্যাশ ডিসকাউন্ট বাবদ ১০,০০০ টাকা অথবা ১২,১৫৮ টাকার ফ্রী এক্সেসরিজ। পাশাপাশি ৪,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট, ৫,০০০ টাকার কার এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং ৫,০০০ টাকার হন্ডা কাস্টমার লয়ালটি বোনাস মিলবে। আবার অতিরিক্ত ৭,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসে কেনা যাবে গাড়িটি।

Tags:    

Similar News