Honda Shine 100: দাম মাত্র 64,900 টাকা, বাজারে রাজ করতে এন্ট্রি নিল হোন্ডার চাবুক বাইক

By :  techgup
Update: 2023-03-15 09:31 GMT

প্রত্যাশা মতই অবশেষে ভারতে লঞ্চ হয়ে গেল হোন্ডার (Honda) নতুন এন্ট্রি লেভেল মোটরসাইকেল সাইন ১০০ (Shine 100)। বিগত ২০০৬ সাল থেকে এদেশের বাজারে সাইন সিরিজের পথ চলা শুরু। সেই সময় থেকে শুরু করে এযাবৎ কাল পর্যন্ত প্রায় ১.১৫ কোটি সন্তুষ্ট গ্রাহক রয়েছে হোন্ডা সাইন এর ঝুলিতে। সেই কারণেই এমন জনপ্রিয় সাইনের নামেই নতুন ১০০ সিসির বাইক আনার সিদ্ধান্ত নিয়েছে হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া। হোন্ডা সাইন ১০০ বাইকটির এক্স শোরুম মূল্য প্রারম্ভিকভাবে ৬৪,৯০০ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ পরবর্তীতে তা বাড়ানো হবে।

এই মুহূর্তে এদেশের ১০০ সিসির কমিউটার সেগমেন্টে চালকের আসনে থাকা Hero Splendor এবং Bajaj CT110 বাইক দুটি হোন্ডার এই নতুন বাইকের প্রধান প্রতিদ্বন্দ্বী। আগামী মাস থেকেই বাইকটির উৎপাদন শুরু করে হবে। তবে আজ থেকেই গ্রাহকদের জন্য বুকিং চালু করে দিয়েছে তারা। আগামী মে মাসেই সারাদেশে ছড়িয়ে থাকা ডিলারদের কাছে পৌঁছে যাবে সাইন ১০০ এবং তারপর মিলবে সাধারণের জন্য।

Honda Shine 100: স্পেসিফিকেশন, ফিচার্স

হোন্ডার এই নতুন কমিউটার বাইকটিতে Shine 125 এর মতোই একই ধরনের ডায়মন্ড ফ্রেম চ্যাসিস ব্যবহার করা হয়েছে। এমনকি বাইকটির ডিজাইন অনেকাংশেই এর বড় সংস্করণ থেকে অনুকরণ করা। হোন্ডা জানিয়েছে যে এই নতুন বাইকটির জন্য ১২টি নতুন পেটেন্ট এপ্লিকেশন জমা দিয়েছে তারা। উপরন্তু ব্ল্যাক রেড, ব্ল্যাক গ্রে, ব্লাক ব্লু, ব্ল্যাক গ্রীন এবং ব্ল্যাক ইয়োলো এই পাঁচটি কালার স্কিমে কিনতে পাওয়া যাবে এটি।

হোন্ডা সাইন ১০০ বাইকে ১০০ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা, ৭,৬১ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে প্রোগ্রামড এফআই (PGM-Fi) প্রযুক্তি সংযুক্ত রয়েছে। এর ফলে ইঞ্জিনের মধ্যে ঘর্ষণবল যথেষ্ট কম উৎপন্ন হওয়ার পাশাপাশি এক বিশেষ ধরনের পিস্টন কুলিং জেট ইঞ্জিনের উষ্ণতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে।

এছাড়াও অটোমেটিক চোকের সঙ্গে যুক্ত স্টার্টার সলিনয়েড ব্যবহার করা হয়েছে এখানে। ফুয়েল ট্যাংকের বাইরের দিকে ফুয়েল পাম্প লাগানো থাকায় যা ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি হলে সহজেই তা মেটানো সম্ভব হবে। ইঞ্জিনটি E20 ফুয়েল রেডি অর্থাৎ আশি শতাংশ পেট্রল ও কুড়ি শতাংশ ইথানলের মিশ্রণে চালানো যাবে।

লম্বা-বেঁটে সবাই চালাবে

সম্পূর্ণ কমিউটার সেগমেন্টের বাইক হওয়ায় হোন্ডা সাইন ১০০ এর সিটিং পজিশন বেশ আপরাইট অর্থাৎ বাইকটি চালানোর জন্য একদম সোজা হয়ে বসতে হবে আপনাকে। এর সিটের দৈর্ঘ্য ৬৭৭ মিমি। হোন্ডার দাবি, লম্বা কিংবা বেঁটে সবার জন্যই উপযুক্ত বাইক এটি। সিটের উচ্চতা ৭৮৬ মিমি এবং মাত্র ১.৯ মিটার জায়গার মধ্যেই বাইকটি ঘুরানো সম্ভব। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল স্প্রিং রিয়ার সাসপেনশন এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ইত্যাদির মত বৈশিষ্ট্য মিলবে এতে।

হোন্ডা সাইন ১০০ বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮ মিমি এবং হুইল বেসের দৈর্ঘ্য ১২৪৫ মিমি। এর অন্যান্য জরুরি ফিচারের মধ্যে রয়েছে টুইন পড ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যালুমিনিয়াম সিঙ্গেল পিস গ্র্যাবরেল, তাপ নিরোধক বর্ম-সহ এগজস্ট পাইপ, হ্যালোজেন হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর।

Tags:    

Similar News