Royal Enfield-কে টেক্কা দিতে মাস্টারপ্ল্যান, এই পুজোয় নতুন 350cc মোটরসাইকেল লঞ্চ করবে Honda
এই মুহূর্তে ভারতবর্ষের বাজারে ৩৫০ সিসির সেগমেন্টে ক্রুজার বাইকের সংখ্যা বাড়াতে তৎপর হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। এই সেগমেন্টে ইতিমধ্যেই দুটি আলাদা মডেল কয়েক বছর আগেই এনেছে এই জাপানি সংস্থা। চলতি বছরের দীপাবলিতেই নতুন মোটরসাইকেলটি লঞ্চ করার জন্য প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছে তারা। যদিও তাদের এই নতুন ৩৫০ সিসি বাইকটির যাবতীয় প্রজেক্ট এখনও পর্যন্ত জাপানের অবস্থিত হোন্ডার সদর দপ্তর থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে।
বর্তমানে ভারতের বাজারে বিক্রি হওয়া H'ness CB350 এবং CB350RS বাইক দুটিতে ব্যবহৃত একই প্ল্যাটফর্মের উপরেই আসবে তাদের এই নতুন টু-হুইলার মডেলটি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো H'ness CB350 নামের এই রেট্রো স্টাইলের বাইকটিতে মাত্র কিছুদিন আগেই ক্রুজার এবং ক্যাফে রেসার স্টাইল এর ভিন্ন ধরনের কাস্টমাইজেশন চালু করেছে HMSI। এই কাজে সংস্থার তৈরি নিজস্ব অ্যাক্সেসরিজ কিট এর সাহায্য নিয়েছে তারা। অন্যদিকে থাকা CB350RS মডেলটিতেও এমন বিভিন্ন ধরনের এক্সেসরিজ সহযোগে মডিফাইড লুক দেওয়ার চেষ্টা করেছে হোন্ডা।
৩৫০ সিসির দুনিয়ায় যে নতুন বাইকটি এদেশে লঞ্চ করবে বলে স্থির করেছে এই সংস্থা তার ডিজাইন সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক তথ্য না মিললেও এটি সম্ভবত Royal Enfield Meteor 350 এর মত আদ্যপ্রান্ত ক্রুজার স্টাইলের হতে পারে। সেক্ষেত্রে এই নতুন বাইকটি অবশ্যই Yezdi Roadster এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে অচিরেই।
যেহেতু H'ness CB350 এবং CB350RS এর একই ধরনের প্লাটফর্মের উপর তৈরি হবে এই নতুন মডেলটি তাই তার ইঞ্জিন থাকবে অপরিবর্তিত। ৩৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার সম্বলিত এই ইঞ্জিনটি ৫৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২১ বিএইচপি শক্তি এবং ৩০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৩০ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। সাথে থাকবে ৫ ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স, যার গিয়ারের অনুপাত খানিকটা বেশি। তবে নতুন বাইকের কথা স্মরণে রেখে হোন্ডা সম্ভবত এর ইঞ্জিন খানিক আলাদাভাবে টিউন করতে পারে।
নতুন এই মডেলটি ৩৫০ সিসি সেগমেন্টের বাকি দুটি বাইকের দামের তুলনায় এগিয়ে নাকি পিছিয়ে থাকবে, তা এই প্রারম্ভিক অবস্থায় জানানো কষ্টকর। প্রসঙ্গত H'ness CB350 দুটি আলাদা ভ্যারিয়েন্ট কিনতে পাওয়া যায়। একটি DLX, যার দাম শুরু হয়েছে ২.০৯ লাখ টাকা থেকে। আর অন্যটি ২.১২ লাখ টাকা দামের DLX PRO সংস্করণ। এমনকি DLX PRO এর ক্রোমযুক্ত মডেলটি কিনতে খরচ হবে ২.১৪ লাখ টাকা। অপর হাতে থাকা CB350RS এর দামের রেঞ্জ ২.০৫ লাখ- ২.১৮ লাখ টাকা। উপরে উল্লিখিত সবকটি মূল্যই এক্স শোরুম।