Truecaller অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান? Android ও iPhone ইউজাররা উপায় জেনে নিন

Update: 2022-02-19 17:05 GMT

বর্তমান সময়ে ডিজিটালি পরিচয় জানার জন্য Truecaller (ট্রুকলার) অনেকেই ব্যবহার করেন। এই প্ল্যাটফর্মটি নিখরচায় কোনো নম্বরের ইউজারের নাম জানতে দেয়। তবে আপনি যদি পরিচয় গোপন করার জন্য Truecaller থেকে আপনার নম্বর এবং নাম জাতীয় তথ্য চিরতরে মুছে ফেলতে চান, তাহলে এই খবরটি আপনার কাজে লাগবে। কারণ আজ আমরা আপনাকে Truecaller থেকে নাম এবং নম্বর মুছে ফেলার সম্পূর্ণ ধাপে ধাপে প্রক্রিয়াটি বলব।

আসলে Truecaller থেকে সমস্ত ব্যবহারকারীর স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্টের মাধ্যমে যোগাযোগের বিবরণ তৈরি করে এবং ডেটাবেসে সেভ রাখে। সেক্ষেত্রে আপনি যদি ট্রুকলার অ্যাপটি ব্যবহার করেন তবে আপনি এই পরিষেবা থেকে আপনার নম্বর সরাতে পারবেন না। অর্থাৎ নম্বরটি মুছে ফেলার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। আপনি যদি আপনার নম্বর মুছে অন্যদের যোগাযোগের বিবরণ জানতে চান, তাহলে তাও সম্ভব নয়। তবে সব মায়া কাটিয়ে যদি জানতে চান কিভাবে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে ট্রুকলার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করবেন, তাহলে প্রতিবেদনের বাকি অংশটা মন দিয়ে পড়ুন।

কিভাবে অ্যান্ড্রয়েডে Truecaller নিষ্ক্রিয় করবেন

১. এর জন্য প্রথমে আপনাকে ট্রুকলার অ্যাপ খুলতে হবে
এবং উপরের বাম কোণে পিপল আইকনে ক্লিক করতে হবে।

২. এরপর সেটিংয়ে গিয়ে স্ক্রল করে অ্যাবাউট সেকশনে যেতে হবে।

৩. এখানে আপনি 'ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট' অপশনটি বেছে নিতে পারবেন।

কিভাবে iPhone-এ Truecaller নিষ্ক্রিয় করবেন

১. প্রথমে আপনাকে ট্রুকলার অ্যাপ খুলে উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করতে হবে।

২. এরপরে অ্যাবাউট সেকশনে যেতে হবে।

৩. এই অপশনে আপনি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার অপশন পাবেন।

এত গেল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার প্রসঙ্গ। এখন আমরা এমন একটি পন্থা বলব যাতে সহজে ট্রুকলার থেকে নম্বর মুছে ফেলা যাবে।

Truecaller থেকে কিভাবে আপনার নম্বর মুছে ফেলবেন

১. কান্ট্রি কোড সহ আপনার ফোন নম্বর লিখুন (যেমন +৯১১১১১১১১১১১)।

২. এর পরে নম্বর আনলিস্ট করার বিকল্পটি নির্বাচন করুন।

৩. ভেরিফিকেশন ক্যাপচা পূরণ করুন। প্রক্রিয়া সম্পন্ন হলে ২৪ ঘন্টা পরে আপনার নম্বর মুছে ফেলা হবে।

Tags:    

Similar News