Mahashivratri 2022: WhatsApp থেকে কিভাবে শিবরাত্রির স্টিকার পাঠাবেন, ধাপে ধাপে জেনে নিন
আজ মহাশিবরাত্রি! সারাদেশের শিবভক্তরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মেতে রয়েছেন। করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে থাকায় উপবাস, জল ঢালা, পূজা ইত্যাদি নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই পুণ্যতিথি। আর অন্যান্য বিশেষ দিনের মতই আজও প্রায় প্রত্যেকেই WhatsApp (হোয়াটসঅ্যাপ), Instagram (ইনস্টাগ্রাম) এবং Facebook (ফেসবুক)-এর মাধ্যমে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। সেক্ষেত্রে আপনিও যদি কাউকে WhatsApp-এর মাধ্যমে কাউকে শিবরাত্রির স্টিকার পাঠাতে চান, তাহলে আপনার জন্যই রইল আজকের প্রতিবেদন। আজ এখানে আমরা আপনাকে বলব কেমন করে আপনি WhatsApp-এর মাধ্যমে আপনার প্রিয়জনকে মহাশিবরাত্রির শুভেচ্ছা পাঠাতে পারেন।
কীভাবে WhatsApp-এ শিবরাত্রির স্টিকার পাঠাবেন
এমনিতে হোয়াটসঅ্যাপে শিবরাত্রির কোনো স্টিকার উপলব্ধ নেই। তাই আপনাকে এই জাতীয় স্টিকার পেতে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দ্বারস্থ হতে হবে।
১. এক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন এবং আপনি যাকে স্টিকার পাঠাতে চান তার চ্যাট বা গ্রুপ চ্যাটে যান।
২. তারপর চ্যাট বক্সের ইমোজি আইকনে ট্যাপ করুন।
৩. এখন, 'GIF' চিহ্নের পাশে স্টিকার আইকনে ক্লিক করুন।
৪. স্টিকার প্যানেলের ভিতরে '+' চিহ্নে ট্যাপ করুন এবং 'অ্যাড মোর স্টিকার' অপশনে যান। এটি আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে।
৫. প্লে স্টোরে রিডাইরেক্ট হওয়ার পর 'হ্যাপি/শুভ মহা শিবরাত্রি' লিখে সার্চ করুন।
৬. এরপর যে স্টিকার প্যাকটি ডাউনলোড করতে চান তা নির্বাচন করুন এবং হোয়াটসঅ্যাপে যুক্ত করুন।
৭. এতে হোয়াটসঅ্যাপের' মাই স্টিকার' ট্যাবে প্যাকের সমস্ত স্টিকার অ্যাক্সেস করা যাবে।