গাড়ি নির্দিষ্ট গতিবেগ পেরোলেই সতর্ক করবে Google Map, কীভাবে সক্রিয় করবেন এই ফিচার

By :  techgup
Update: 2021-09-16 05:13 GMT

এই ‘গতিময় দুনিয়ায়’ গতি ছাড়া যেন মানুষের গতি নেই। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটি মানুষ নিজেদের গতিময়তা বজায় রেখে ছুটে চলেছে যে যার লক্ষ্যে। দিনদিন এই ‘গতি’ মানুষের বড়ই প্রিয় হয়ে উঠেছে। আর প্রসঙ্গ যখন গাড়ি তখন গতির কথা তো উঠবেই। বর্তমানে গাড়ি কেনার সময়েও মানুষের সর্বাধিক চাহিদায় স্থান পেয়েছে এই শব্দটি। গাড়ি চালানোর সময় বিশেষত উড়তি প্রজন্মের যে জিনিসটার প্রতি একদমই ভ্রুক্ষেপ থাকে না তাহলো সেই ‘গতিবেগ’। এর ফলে রাস্তায় বেরোলে প্রায়শই নানান বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। বিশেষত শহরের রাস্তায় যেখানে একেকটি রাস্তায় একেকরকম গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে। তবে আর চিন্তা নেই! এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ইন্টারনেট জায়ান্ট ‘Google’। গাড়ি চালানোর সময় নির্দিষ্ট গতিবেগ পেরোলেই এবার সতর্ক করবে ‘Google Map’।

Google Map এর নতুন ফিচারে গাড়ির গতি বেশি হলেই পাবেন অ্যালার্ট

গুগল ম্যাপে নতুন এই ফিচারটি যুক্ত হতে চলেছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। গাড়ি নির্দিষ্ট গতিবেগ পেরোলেই স্মার্টফোনে সতর্কবার্তা পাওয়া যাবে। এমনকি চলতি পথে প্রতি মুহূর্তের গতিবেগ জানাতে থাকবে গুগল ম্যাপ।

কোন ক্ষেত্রে মিলবে না এই পরিষেবা

উল্লেখযোগ্য বিষয় হল গাড়ি চালানোর সময় স্পিড লিমিটের বিষয়ে গুগল ম্যাপের উপর সম্পূর্ণ ভরসা করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। কারণ কোনো পরিস্থিতিতে যদি গতিবেগের ভুল বা পুরনো তথ্য দেখায় সে ক্ষেত্রে ইউজারের বড় ঝুঁকির কথা অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি গুগল ম্যাপের এই ফিচারটি কেবলমাত্র কয়েকটি নির্দিষ্ট দেশ ও শহরেই সীমাবদ্ধ। যদিও এই পরিষেবার তালিকা প্রত্যহ আপডেট করা হচ্ছে কোম্পানির তরফে।

কিভাবে এই ফিচারটি গুগল ম্যাপে অন করবেন

১) প্রথমেই আপনাকে গুগল ম্যাপের লেটেস্ট ভার্সানটি Google Play Store থেকে ডাউনলোড করতে হবে।

২) এবার গুগল ম্যাপে ঢুকে আপনার প্রোফাইল ফটোতে ট্যাপ করে Setting এ যেতে হবে।

৩) এরপর Navigation বিকল্পটি সিলেক্ট করে স্ক্রল করলে সেখানে Driving বিকল্পটি দেখতে পাবেন।

৪) এবার Speed Limit ও Speedometer বিকল্প দুটি অন (On) করে দিন এবং ব্যাক করে মেইন স্ক্রিনে ফিরে আসুন।

ব্যাস! আপনার স্পিড লিমিট রেকর্ড করার জন্য প্রস্তুত Google Map। তবে প্রথমবার পরীক্ষা করার জন্য আপনার কোনো পরিচিতকে গাড়ি চালানোর সময় গাড়ির গতিবেগ এবং গুগল ম্যাপে দেখানো গতিবেগের সাথে মিল রয়েছে কিনা তা দেখে নিতে বলুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News