Website Ban: দুষ্টু ভিডিও দেখার অভ্যাস ছাড়ুন, ফের এই ৬৩টি ওয়েবসাইট ব্যান করল সরকার

By :  techgup
Update: 2022-09-30 07:05 GMT

নীল ছবি বা দুষ্টু ভিডিও দেখার অভ্যেস আমাদের দেশের অনেক মানুষেরই আছে। যৌন জীবনে উত্তেজনা তৈরি করতে নারী-পুরুষ সকলেই এই ধরনের ছবি লুকিয়ে দেখে থাকেন। আবার দীর্ঘদিন ধরে দেখতে দেখতে অনেকেই এই ছবি দেখাকে রীতিমতো নেশাতে পরিণত করে ফেলেন। আর ইউজারদের এই প্রবল চাহিদার ফলে দুষ্টু ভিডিও এখন ব্যাপক পরিমাণে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনিতে এই ভিডিও দেখার কোনো বয়সবিধি নেই, তদুপরি চলতি সময়ে সম্পূর্ণ বিনামূল্যে বহু ওয়েবসাইটে এই ধরনের ছবি উপলব্ধ হওয়ায় সুযোগ পেলেই একা ঘরে মোবাইলে এই ধরনের সাইট খুলে অনেকেই চরম সুখ উপভোগ করেন। তবে এই ধরনের ছবি দেখে অনেকে আনন্দ পেলেও সরকার কিন্তু দেশের আপামর জনগণকে নীল ছবি থেকে দশ হাত দূরে রাখতে বদ্ধপরিকর। তাই অতীতে একাধিকবার বহু দুষ্টু ভিডিওর ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত সরকার। আর সম্প্রতি জানা গিয়েছে যে, হালফিলে সরকার ভারতে আরও ৬৩ টি এই ধরনের সাইট ব্যান করেছে।

দেশের ইন্টারনেট প্রোভাইডারদেরকে ৬৩ টি সাইট ব্লক করার নির্দেশ দিল সরকার

রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) টেলিযোগাযোগ বিভাগ বা ডিওটি (DoT) দেশের সকল লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে (ISP) ২০২১ সালে জারি করা নতুন আইটি নিয়মের (IT rules) অধীনে ৬৩ টি বড়দের ছবির ওয়েবসাইটকে ব্লক করার জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এর সুবাদে টেলিকম মন্ত্রকের আদেশে ইন্টারনেট সংস্থাগুলিকে অবিলম্বে সরকারি নির্দেশিকায় তালিকাভুক্ত ওয়েবসাইটগুলিকে ব্লক করতে হবে। ফলে ইউজাররা আর কোনোভাবেই এই ৬৩ টি সাইট অ্যাক্সেস করার সুযোগ পাবেন না।

ঠিক কী কারণে ব্লক করা হচ্ছে এই সাইটগুলিকে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় আইএসপিগুলিকে ৬৩ টি সাইটের অ্যাক্সেস ব্লক করার আদেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এবার ইন্টারনেট প্রোভাইডাররা দেশে উক্ত ওয়েবসাইটগুলিকে ব্লক করে দিলেই ফোন, ল্যাপটপ কিংবা ডেস্কটপসহ যে-কোনো ডিভাইস ব্যবহার করে ভিউয়াররা আর এই সাইটগুলির ধারেকাছে ঘেঁষতে পারবেন না। বিষয়টির সম্পর্কে ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদেরকে অবগত করার জন্য তাদেরকে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের টেলিকম বিভাগের পক্ষ থেকে একটি ইমেইল পাঠানো হয়েছে। ইমেইলে বলা হয়েছে যে, এই ৬৩ টি ওয়েবসাইট তথ্য প্রযুক্তি (অন্তর্বর্তী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া নৈতিকতা বিধি) বিধিমালা, ২০২১-এর ৩(২)(খ) লঙ্ঘন করেছে। উক্ত ওয়েবসাইটগুলিতে মহিলাদের ভাবমূর্তিকে কলঙ্কিত করে, এমন অশ্লীল কনটেন্ট মজুত রয়েছে। তাই অবিলম্বে ভারতীয় আইএসপিগুলিকে এই সমস্ত ওয়েবসাইট বা ইউআরএলগুলিকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

অতীতেও ব্লক করা হয়েছে একাধিক নীল ছবির সাইট

প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২১ সালের নয়া আইটি বিধি অনুযায়ী, কোনো বড়দের ছবির সাইটে যদি কোনো ব্যক্তির সম্পূর্ণ বা আংশিক নগ্নতা প্রদর্শিত হয়, কিংবা কাউকে যদি তীব্র কুরুচিপূর্ণ কোনো যৌনক্রিয়া বা আচরণে লিপ্ত থাকতে দেখা যায়, তাহলে সেই ধরনের কনটেন্টগুলিকে সরিয়ে দিতে বা সেই সমস্ত কনটেন্ট সংবলিত ওয়েবসাইটগুলিকে ব্লক করতে ইন্টারনেট সংস্থাগুলিকে যে-কোনো সময় আদেশ দিতে পারে সরকার। উল্লেখ্য যে, এর আগে ২০১৮ সালে উত্তরাখন্ড হাইকোর্টের আদেশের ভিত্তিতে ভারত সরকার ৮০০ টিরও বেশি নীল ছবির ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আর এবার সেই তালিকায় আরও ৬৩ টি সাইট শামিল হল। ফলে দেশের মানুষকে নীল ছবি দেখার অনুমতি দিতে সরকার যে একেবারেই নারাজ, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

Tags:    

Similar News