ভারত ছাড়িয়ে সুখ্যাতি পৌঁছেছে আমেরিকায়, মার্কিন মুলুকে Hunter 350 লঞ্চ করল Royal Enfield

By :  SUMAN
Update: 2023-04-27 06:27 GMT

গত বছর ভারতের বাজারে জাঁকজমকপূর্ণভাবে আগমন ঘটেছিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর অন্যতম সস্তা রোডস্টার মোটরসাইকেল Hunter 350। আগস্ট এলেই প্রথম বছরের জন্মদিন পালন করবে মোটরসাইকেলটি। কিন্তু এক বছর পেরোনোর আগেই হান্টারের জনপ্রিয়তা প্রতিপক্ষদের বুকে কাপুনি ধরিয়েছে। এবারে মার্কিন মুলুকে পা রাখল ভারতে তৈরি Royal Enfield Hunter 350।

Royal Enfield Hunter 350 আমেরিকার বাজারে লঞ্চ হল

মার্কিন যুক্তরাষ্ট্রের রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর সিঙ্গেল টোন মডেলটি দাম ৩,৯৯৯ ডলার বা প্রায় ৩.২৭ লক্ষ টাকা (এক্স শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে ডুয়েল টোন ভ্যারিয়েন্টের মূল্য ৪,১৯৯ ডলার বা প্রায় ৩.৪৩ লক্ষ টাকা (এক্স শোরুম) রাখা হয়েছে। নতুন ‘J’ প্ল্যাটফর্মের উপর তৈরি হান্টার ৩৫০-এ রয়েছে একটি ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড মোটর। যা থেকে ৬,১০০ আরপিএম গতিতে ২০.২ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স।

Royal Enfield Hunter 350 হার্ডওয়্যার

ভারতের মতো আমেরিকার বাজারেও রয়্যাল এনফিল্ডের অন্যতম সস্তার মোটরসাইকেল হিসেবে হাজির হয়েছে Hunter 350। তবে সে দেশে এর কেবলমাত্র মেট্রো ভ্যারিয়েন্টটি অফার করা হয়েছে। এন্ট্রি লেভেল রেট্রো ভ্যারিয়েন্টটি হাজির করা হয়নি। মোটরসাইকেলটি ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে টিউবলেস টায়ার, ডুয়েল চ্যানেল এবিএস এবং ডিজিটাল রিড আউট সহ একটি বৃহৎ অ্যানালগ কনসোল সমেত এসেছে।

অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে এতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন রিয়ার শক, উভয় চাকায় ডিস্ক ব্রেক, হ্যালোজেন হেডল্যাম্প এবং একটি এলইডি টেললাইট। Royal Enfield Hunter 350-এর ওজন ১৮১ কেজি। আমেরিকা ছাড়াও মোটরসাইকেলটি ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং মেক্সিকোর বাজারে বিক্রি করা হয়।

Tags:    

Similar News