WhatsApp-এ ত্রুটি খুঁজে পুরস্কার পেল ভারতের মেয়ে, আপনিও পেতে পারেন লাখ টাকা
প্রতিদিন একবারও WhatsApp (হোয়াটসঅ্যাপ) ব্যবহার করেন না, এমন স্মার্টফোন ইউজার এখন প্রায় নেই বললেই চলে। কিন্তু নানাবিধ ফিচার ব্যবহারের পাশাপাশি যদি এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি থেকে মোটা টাকা পুরষ্কারও পাওয়া যায়, তাহলে কেমন হয়? অবাক হবেন না, এমনটা সত্যিই সম্ভব! সম্প্রতি, ভারতের জয়পুরের একটি মেয়েকে পুরস্কৃত করেছে সংস্থা। তবে এর ভেতরে একটি ব্যাপার রয়েছে। আসলে এই পুরস্কারটি WhatsApp-এর বাউন্টি প্রোগ্রামের অংশ; অ্যাপের ত্রুটি খুঁজে পাওয়ার কারণেই সংস্থাটি মনিকা আগরওয়াল নামের ওই মেয়েটিকে পুরষ্কার দিয়েছে। এক্ষেত্রে, পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার মনিকা WhatsApp-এর 'Last Seen' (লাস্ট সিন) ফিচারে একটি ত্রুটি খুঁজে পেয়েছেন।
WhatsApp-এর 'Last Seen' অপশনে এই বাগ খুঁজে পান মনিকা
হোয়াটসঅ্যাপের লাস্ট সিন অপশন মূলত ইউজাররা কখন অনলাইন ছিলেন, তা প্রদর্শন করে। তবে কোনো ইউজার চাইলে এই লাস্ট সিন অপশনটি নিজের মত কাস্টমাইজ করতে পারেন – এভরিওয়ান (Everyone), মাই কন্ট্যাক্টস (My contacts), মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট (My contacts except…) এবং নো-বডি (Nobody)। সেক্ষেত্রে মনিকা দেখেন যে, 'মাই কন্টাক্টস এক্সেপ্ট' অপশন সেট করার পরেও লিস্টে না থাকা ব্যক্তিও ইউজারের লাস্ট সিন দেখতে সক্ষম হচ্ছে। এরপর তিনি হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা মেটা (Meta)-কে 'মেটা হোয়াইটহ্যাট' (Meta Whitehat) প্রোগ্রামের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানান। আর কোম্পানি বাগটি সম্পর্কে অবগত হওয়ার পর, মনিকাকে ১.২৫ লাখ টাকা পুরষ্কার দেয়।
আপনিও বাগ খুঁজে পেতে পারেন মোটা টাকা
যারা জানেন না তাদের বলে রাখি, বিভিন্ন প্রযুক্তি সংস্থাগুলি তাদের সফ্টওয়্যার বা ওয়েবসাইটের ত্রুটিগুলি খুঁজে বের করার জন্য পুরস্কার দেয়। এটিকে বাউন্টি বা বাগ বাউন্টি (Bug Bounty) প্রোগ্রাম বলা হয়। সেক্ষেত্রে ফেসবুক (Facebook)-এর কোনো সার্ভিসের ত্রুটি খুঁজে পুরস্কার জিততে, আপনাকে অবশ্যই সংস্থার বাউন্টি প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।
মনে রাখবেন, স্প্যাম বা সোশ্যাল টেকনিক সম্পর্কে তথ্য প্রদানের জন্য আপনাকে কোনো পুরস্কার দেওয়া হবে না। এছাড়াও, মেটার সাথে যুক্ত থাকা তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইটগুলিতে (Facebook, Messenger, Instagram, WhatsApp ইত্যাদি) কোনো সিকিউরিটি ইস্যু থাকলেও আপনি পুরষ্কার পাবেন না। আবার মেটার নিয়ন্ত্রণ নেই, এমন থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটগুলি সম্পর্কে রিপোর্ট করা যাবে না। আর এক্ষেত্রে বাউন্টি প্রোগ্রামের মাধ্যমে কোনো সমস্যা রিপোর্ট করার বদলে পাওয়া পুরস্কারের পরিমাণ নির্ভর করবে আপনার রিপোর্ট করা বাগ কতটা গুরুতর তার ওপর। ঠিক কী ত্রুটি বা বাগ খুঁজে পেলে আপনি পুরষ্কার পাবেন বা কীভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, তা জানতে আপনি https://www.facebook.com/whitehat ওয়েবসাইটি অনুসরণ করতে পারেন।