দাম কমলো iPhone 13, iPhone 11, iPhone SE এর, সীমিত সময়ের অফার

By :  techgup
Update: 2022-08-25 12:39 GMT

আপনি কি হালফিলে কোনো ব্র্যান্ড-নিউ আইফোন (iPhone) বেশ সস্তায় কেনার পরিকল্পনা করছেন? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে একথা ইতিমধ্যেই প্রায় সকলেই জেনে গিয়েছেন যে, আর কয়েক সপ্তাহ বাদেই মার্কেটে পরবর্তী প্রজন্মের iPhone লাইনআপ অর্থাৎ নতুন iPhone 14 (আইফোন ১৪) সিরিজ লঞ্চ করবে Apple (অ্যাপল)। সেক্ষেত্রে চলতি সময়ে চিরাচরিত ধারা মেনেই নতুন iPhone লঞ্চের আগে পুরোনো মডেলগুলি বেশ আকর্ষণীয় ছাড়ে অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) সহ বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। তাই ইদানীংকালে যারা আভিজাত্যের নিদর্শন হিসেবে পরিচিত এই স্মার্টফোনটিকে নিজেদের পকেটে পোড়ার কথা ভাবছেন, তাদের স্বপ্নপূরণ করে ফেলার এটাই হচ্ছে আদর্শ সময়।

আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে আইফোন ১৩ (iPhone 13) থেকে শুরু করে আইফোন এসই (iPhone SE) সহ একাধিক স্মার্টফোন মডেল অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে অত্যন্ত সস্তায় কিনতে পারবেন ক্রেতারা। উল্লেখ্য যে, অ্যামাজনে ১৭ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 13। আবার, আইফোন ১১ (iPhone 11)-ও খুব কম দামে কেনা যাবে, কারণ ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ১৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। অন্যদিকে, iPhone SE-তেও মিলবে বাম্পার ডিসকাউন্ট। আর শুধু অগ্রিম ছাড়ই নয়, এর পাশাপাশি এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধাও উপলব্ধ থাকবে। তাই চলুন, কোথা থেকে কোন আইফোন কিনতে হলে ইউজারদেরকে কত টাকা খরচ করতে হবে, সে সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

দুর্দান্ত ছাড়ে কেনা যাবে iPhone 13

আইফোন ১৩-এর ব্ল্যাক কালারের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে অ্যামাজনে ৬৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সেইসাথে, ১২,৭৫০ টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধাও মিলবে। গ্রাহকরা নো-কস্ট ইএমআই অপশন সহ এই ফোনটি কিনতে পারবেন। অ্যাপলের এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং এ১৫ বায়োনিক চিপসেট (A15 Bionic Chispet)। ডিভাইসটি ১৯ ঘণ্টার ব্যাটারি লাইফ অফার করে।

iPhone 11-এ মিলবে বিশাল ছাড়

আইফোন ১১-এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট থেকে কিনতে হলে গ্রাহকদের ৩৯,৯৯৯ টাকা খসাতে হবে। আবার, ১২৮ জিবি স্টোরেজ মডেলটি কিনতে চাইলে খরচ পড়বে ৪৬,৯৯৯ টাকা। দুটি মডেল কেনার ক্ষেত্রেই ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন ক্রেতারা।

iPhone SE-তে রয়েছে চমকপ্রদ ডিসকাউন্ট

এই মুহূর্তে আইফোন এসই (২০২০)-এর লাল রঙের ৬৪ জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট থেকে কিনতে হলে ক্রেতাদের ২৯,৯৯৯ টাকা খরচ করতে হবে। আবার, ফোনটির ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পকেটস্থ করতে চাইলে খরচ পড়বে যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ৪৪,৯৯৯ টাকা। তদুপরি, পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটগুলি কিনলে ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন ক্রেতারা। উপরন্তু, এসবিআই-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

Tags:    

Similar News