iQOO 8 দুর্দান্ত ফিচার সহ ভারতে আসছে, খুঁজে পাওয়া গেল IMEI ডেটাবেসে
ফ্ল্যাগশিপ ফোনের বাজারে আইকোর নতুন হাতিয়ার iQOO 8 ও iQOO 8 Pro। চীনে ১৭ অগাস্ট এই ফ্ল্যাগশিপ ফোনদ্বয় অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে আইকো। তবে চীন ছাড়া আর কোন কোন দেশে iQOO 8 সিরিজ পা রাখবে, এখনও তা পরিস্কার নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, ভারতে Pro মডেল না এলেও, iQOO 8 অবশ্যই লঞ্চ হবে। আসলে একজন টিপস্টার IMEI ডেটাবেসে iQOO 8-এর ভারতীয় ভ্যারিয়েন্টকে খুঁজে পেয়েছেন। যার ফলে চীনের পাশাপাশি এ দেশের বাজারেও iQOO 8 আসবে বলে কনফার্ম করা যায়।
IMEI Database-এ iQOO 8 স্পট করা হয়েছে
আইএমইআই ডেটাবেসে I2019 মডেল নম্বর সহ আইকোর একটি স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। সেই লিস্টিং থেকে জানা গেছে যে ওই মডেল নম্বরটি আইকো ৮-এর। ফলে ভারতের বাজারে সুদূর ভবিষ্যতে আইকো ৮ উপলব্ধ হবে। তবে এ দেশে আইকো ৮ প্রো লঞ্চ করা হবে কি না, তা জানা যায়নি।
iQOO 8 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টারদের থেকে পাওয়া তথ্য অনুসারে, আইকো ৮ ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ ওলেড ফ্ল্যাট ডিসপ্লে সহযোগে আসবে। স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস বা স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে এই ফোনে। ফোনটির ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যার ফলে মিনিটে ফুল চার্জ হওয়ার জন্য সময় লাগবে মাত্র মাত্র ১৮ মিনিট।
ফটোগ্রাফির জন্য আইকো ৮ ফোনের পিছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৪৮ মেগাপিক্সেল (Sony IMX598) মেইন ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ১৬ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।