৩ হাজার টাকার ছাড় সহ আকর্ষণীয় অফারে আজ পাওয়া যাচ্ছে এই নতুন 5G স্মার্টফোন
গতমাসে ভারতে লঞ্চ হয়েছিল iQOO 9 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ফোন বাজারে এসেছিল - iQOO 9, iQOO 9 Pro ও iQOO 9 SE। ইতিমধ্যেই প্রথমদুটি ফোন এদেশে কেনার জন্য উপলব্ধ। তবে আজ থেকে তৃতীয় মডেলটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট Amazon থেকে ফোনটি পকেটস্থ করা যাবে। লঞ্চ অফার হিসেবে iQOO 9 SE ফোনের উপর ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অফার। ফোনটির ফিচারের মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।
iQOO 9 SE ফোনের দাম ও অফার
আইকো ৯ এসই ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৩,৯৯০ টাকা। আবার ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। ফোনটি সানসেট সিয়েরা এবং স্পেস ফিউশন- এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে।
সেল অফার হিসেবে, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ফোনটির সাথে ৩,০০০ টাকা ছাড় দেওয়া হবে৷ এর পাশাপাশি ক্রেতারা আইকো প্রিমিয়াম সার্ভিস প্রোগ্রামের জন্য যোগ্য হবেন, যা তাদের দুর্ঘটনাজনিত এবং লিকুইড ড্যামেজ থেকে সুরক্ষা দেবে। এছাড়াও মিলতে পারে বিনামূল্যে স্ক্রিন প্রটেক্টর এবং কভার। শুধু তাই নয়, অ্যামাজন প্রাইম মেম্বাররা ৬ মাসের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট করার সুযোগ পাবেন।
iQOO 9 SE ফোনের স্পেসিফিকেশন, ফিচার
ডুয়েল সিমের আইকো ৯ এসই ফোনের সামনে দেখা যাবে ৬. ৬২ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ১৩০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর ১০+(HDR10+)- এই ফিচারগুলি অফার করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে।
iQOO 9 SE ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ সেন্সর, ১২০ ফিল্ড অফ ভিউ সহ ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের মোনো সেন্সর।
পারফরম্যান্সের জন্য iQOO 9 SE হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টা-কোর প্রসেসর, সাথে গ্রাফিক্সের জন্য উপস্থিত রয়েছে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ (Adreno 660 GPU)। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১২ বেসড অপারেটিং সিস্টেমে রান করে। iQOO 9 SE এসেছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।