iQoo Neo 6 আসছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ, থাকবে OIS সাপোর্ট
আগামী ১৩ এপ্রিল স্মার্টফোন ব্র্যান্ড আইকো চীনের বাজারে লঞ্চ করতে চলেছে আসন্ন iQoo Neo 6 স্মার্টফোনটি। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ এই ফোনটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। বর্তমানে লঞ্চের আগে সংস্থার তরফেও ধীরে ধীরে এই হ্যান্ডসেটটির প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে আনা হচ্ছে। আর এবার আইকো সামাজিক মাধ্যমে আপকামিং iQoo Neo 6-এর প্রধান ক্যামেরা সম্পর্কীত তথ্যগুলি প্রকাশ করেছে।
iQoo Neo 6-এর প্রাইমারি ক্যামেরা
আইকো চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, আসন্ন আইকো নিও ৬ ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এই হ্যান্ডসেটটি গত বছর লঞ্চ হওয়া আইকো নিও ৫-এর উত্তরসূরি হিসেবে বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রসঙ্গত, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত আইকো নিও ৫-এ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখতে পাওয়া যায়।
এছাড়া, আইকো আরও জানিয়েছে যে, নিও ৬-এ ব্যবহৃত প্রধান ক্যামেরাটি কম আলোতে এবং স্পোর্টসের দৃশ্যের ছবি তোলার ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। তবে, সংস্থা এখনও স্মার্টফোনটির সহায়ক ক্যামেরাগুলির কনফিগারেশন নিশ্চিত করেনি।
আইকো নিও ৬- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQoo Neo6 Expected Specifications)
একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, আইকো নিও ৬ ফোনে ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং একটি ৩৯৬পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে।
ক্যামেরার ক্ষেত্রে, iQoo Neo 6- এর ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অবস্থিত ওআইএস সহ ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরার সাথে যুক্ত থাকবে। এছাড়া ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, iQoo Neo 6- এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। আপকমিং iQoo Neo 6 মডেলটি অরেঞ্জ এবং ব্ল্যাক এবং ব্লু -এর মতো কালার অপশনে বাজারে উপলব্ধ হবে।