৪০০ টাকার কমে ৮৪ দিন কল‌ ও ডেটা, Jio ও Airtel-এর ত্রৈমাসিক রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন

By :  techgup
Update: 2021-12-22 13:31 GMT

বছরের প্রায় শেষদিকে এসে দেশের শীর্ষস্থানীয় তিনটি টেলিকম কোম্পানিই (Jio, Airtel, Vi) তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। মূল্যবৃদ্ধির দরুন সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম আগের তুলনায় ২০% থেকে ২৫% পর্যন্ত ব্যয়বহুল হয়েছে। খুব স্বাভাবিকভাবেই রিচার্জ করতে গিয়ে এখন সাধারণ মানুষ অস্বস্তিতে পড়ছেন, কারণ বেসিক প্ল্যানের খরচই ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে! সেইসাথে মূল্যবৃদ্ধির শিকার হয়েছে বেস্ট সেলিং ত্রৈমাসিক প্ল্যানগুলিও। ফলে সাধারণ মানুষের মাথায় যে শুধু হাত পড়েছে তাই নয়, সেইসাথে এখন নতুন দামের প্ল্যানগুলির কোনটি রিচার্জ করলে কী কী সুবিধা পাওয়া যাবে, সে নিয়েও অনেকের মনে গভীর সংশয় দেখা দিয়েছে। তাই আজ আমরা এই প্রতিবেদনে Jio (জিও), Airtel (এয়ারটেল)-র ত্রৈমাসিক বা ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা প্ল্যানগুলি নিয়ে কথা বলবো। যারপর দাম বাড়ার পর কোন প্ল্যানটি আপনার জন্য আদর্শ হবে তা আপনি খুব সহজেই বুঝতে পারবেন।

Jio-র ৭১৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস সহ দৈনিক ২ জিবি ডেটা দেওয়া হয়। পাশাপাশি JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।

Airtel-এর ৪৫৫ টাকার প্ল্যান

এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে মোট ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৯০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যাবে।

Jio-র ৬৬৬ টাকার প্ল্যান

এই জিও প্রিপেইড প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে দৈনিক ১.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা মেলে। অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানটির মাধ্যমে ইউজাররা JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর বিনামূল্যে অ্যাক্সেস পান।

Airtel-এর ৭১৯ টাকার প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে দৈনিক ১.৫ জিবি ডেটা, এবং তার পাশাপাশি আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়।

Airtel-এর ৮৩৯ টাকার প্ল্যান

এয়ারটেলের ৮৩৯ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে দৈনিক ১০০ টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ২ জিবি ডেটা অফার করা হয়। এছাড়া Amazon Prime Video Mobile Edition-এর অ্যাক্সেস, ফ্রি অনলাইন কোর্স, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, এবং Wynk Music-এর সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত সুবিধাও এই প্ল্যানের অন্তর্ভুক্ত।

Jio-র ৩৯৫ টাকার প্ল্যান

এই জিও প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে মোট ৬ জিবি ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য বেনিফিট হিসেবে, এর মাধ্যমে জিও অ্যাপগুলি বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Tags:    

Similar News