১০০ টাকার কমে Jio, Airtel ও Vi-এর সেরা প্ল্যানগুলি দেখে নিন, রয়েছে কলিং ও ডেটার সুবিধা

By :  techgup
Update: 2021-12-11 12:00 GMT

রোজকার জীবনযাপনের জন্য এখনকার দিনে বেশিরভাগ মানুষই আনলিমিটেড প্ল্যান রিচার্জ করেন। কিন্তু কেউ কেউ কেবল তাদের সিম চালু রাখতে, কিংবা অল্প সময়ের জন্য ভয়েস বা ডেটা ব্যবহার করতে ছোটোখাটো কোনো প্ল্যানের সন্ধান করে থাকেন, বিশেষত গ্রামাঞ্চলে এই ধরনের প্ল্যানগুলির চাহিদা অত্যন্ত বেশি। আবার সাম্প্রতিককালে দেশের প্রায় সবকটি টেলিকম কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম ২০%-২৫% বাড়ানোর পর এখন খুব স্বাভাবিকভাবেই কমদামি প্ল্যানগুলির চাহিদা বৃদ্ধি পাবে। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে Airtel, Jio, এবং Vodafone Idea (Vi)-এর ১০০ টাকার কমে উপলব্ধ বেশ কয়েকটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা জানাতে চলেছি, যেখানে স্বল্প দিনের জন্য ডেটা বা ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যায়।

১০০ টাকার কমে Airtel-এর প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ১৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানে ২ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি ২০০ এমবি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। তবে এই প্ল্যানে এসএমএস বেনিফিট পাওয়া যাবে না।

এয়ারটেলের ৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানটি গ্রাহকদের ৯৯ টাকার টকটাইম এবং ২০০ এমবি ডেটা অফার করে। কলের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১ পয়সা করে চার্জ করা হয় এবং এসএমএস করার কোনো সুযোগ এই প্ল্যানে পাওয়া যাবে না।

১০০ টাকার কমে Vodafone Idea-র প্রিপেইড প্ল্যানসমূহ

ভোডাফোন আইডিয়ার ৪৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে ১০ দিনের মেয়াদে ৩৮ টাকার টকটাইম, এবং ১০০ এমবি ডেটা পাওয়া যায়, তবে এসএমএস-এর সুবিধা এই প্ল্যানে উপলব্ধ নয়।

ভোডাফোন আইডিয়ার ৭৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানটিতে ২১ দিনের মেয়াদে ২০০ এমবি ডেটা, এবং ৬৪ টাকার টকটাইম দেওয়া হয়েছে।

ভোডাফোন আইডিয়ার ৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের মেয়াদে ৯৯ টাকা টকটাইম, এবং ২০০ এমবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

১০০ টাকার কমে JioPhone-এর প্রিপেইড প্ল্যানসমূহ

আপনাদেরকে বলে রাখি, স্মার্টফোনের ক্ষেত্রে এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া-র মতো জিও কিন্তু ১০০ টাকার কমে স্বতন্ত্রভাবে কোনো প্ল্যান অফার করে না, যেখানে ডেটা এবং কলিং বেনিফিট একসাথে পাওয়া যাবে। অর্থাৎ, স্মার্টফোনে আপনার আনলিমিটেড কোনো প্ল্যান রিচার্জ করা থাকলে যদি কখনো আপনার ডেটা শেষ হয়ে যায় এবং সেই কারণে কোনো ছোটো প্ল্যানের দরকার পড়ে, তখন আপনি ১০০ টাকার কমে জিও-র বেশ কয়েকটি প্ল্যান পেয়ে যাবেন, যেগুলির মেয়াদ সেই বিদ্যমান প্ল্যানটির মতোই হবে। কিন্তু আলাদা করে নির্দিষ্ট দিনের মেয়াদে স্মার্টফোনের জন্য জিও-র কোনো প্ল্যান নেই। তবে জিওফোনের ক্ষেত্রে সংস্থাটি দুটি প্ল্যান অফার করে থাকে, যেগুলির কথা নীচে উল্লেখ করা হল।

JioPhone ৭৫ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানের মেয়াদ ২৩ দিন। ভয়েস কলিং-এর ক্ষেত্রে এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। ডেটার কথা বললে, ইউজাররা দৈনিক ১০০ এমবি ডেটা সহ অতিরিক্ত ২০০ এমবি, অর্থাৎ মোট ২.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে ৫০টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়েছে। অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।

JioPhone ৯১ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং করা যায়। ডেটার ক্ষেত্রে, প্ল্যানটি ১০০ এমবি দৈনিক ডেটা + অতিরিক্ত ২০০ এমবি, অর্থাৎ মোট ৩ জিবি ডেটা অফার করে। এই প্ল্যানে ৫০টি এসএমএস-এর পাশাপাশি এক্সট্রা বেনিফিট হিসেবে JioCinema, JioSecurity, JioCloud এবং JioTV-র বিনামূল্যে সাবস্ক্রিপশন মিলবে।

Tags:    

Similar News