একটি বিলে পরিবারের সবার খরচ, Jio, Airtel-এর পোস্টপেইড প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে
প্রিপেইড হোক অথবা পোস্টপেইড - অল্প খরচে ফাটাফাটি সব সুযোগ-সুবিধার জন্য গ্রাহকেরা সাধারণভাবে দেশের প্রধান দুই টেলিকম পরিষেবা প্রদানকারী Reliance Jio এবং Airtel -এর কানেকশন বেছে নিতে পছন্দ করেন। পোস্টপেইডের ক্ষেত্রে এই উভয় সংস্থার ঝুলিতেই রয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার মতো নজরকাড়া সব প্ল্যান। ডেটা বা এসএমএস খরচ বা কলিং সুবিধা ছাড়াও টেলকোদ্বয়ের এহেন প্ল্যানগুলি আকর্ষণীয় OTT অফারের সাথে বিদ্যমান। নীচে এদের মধ্যে কয়েকটি পোস্টপেইড প্ল্যানের বিভিন্ন সুবিধার কথা আলোচনা করা হলো।
কম থেকে বেশি খরচে Reliance Jio'র কয়েকটি জনপ্রিয় পোস্টপেইড প্ল্যান
এক্ষেত্রে আলোচনার শুরুতেই ৩৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ জিও পোস্টপেইড প্ল্যানের কথা উল্লেখ করা যায়। এটি একটি মাসিক প্ল্যান যা বেছে নিলে মোট ৭৫ জিবি ডেটা খরচের সুবিধা মিলবে। এছাড়াও এই প্ল্যান পুরো ২০০ জিবি রোলওভার ডেটা প্রদান করবে। একইসাথে অফুরন্ত ভয়েস কলিং ও দৈনিক ১০০ এসএমএস খরচের সুবিধার সাথে আগত এই প্ল্যান রিচার্জ করলে বরাদ্দ ডেটা শেষের পরেও ১০ টাকা প্রতি জিবি খরচের মাধ্যমে বাধাহীনভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এরপর ৫৯৯ টাকার বিনিময়ে আগত জিও পোস্টপেইড প্ল্যান রিচার্জ করলে মোট ১০০ জিবি ডেটা, দৈনিক ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র পাওয়া যাবে। সাথে থাকছে মোট ২০০ জিবি রোলওভার ডেটা। উপরন্তু এই প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা সংস্থার তরফ থেকে একটি অতিরিক্ত সিম কার্ড পেয়ে যাবেন।
এছাড়াও ৭৯৯ টাকার জিও পোস্টপেইড প্ল্যান বেছে নিলে মোট ১৫০ জিবি ডেটা ও দৈনিক ১০০ এসএমএস খরচের সাথেই আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা ভোগ করা যাবে। শেষোক্ত প্ল্যানের মতো এই প্ল্যান ২০০ জিবি রোলওভার ডেটা প্রদান করবে।
পরিশেষে জিও'র ৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানের কথা বলতে হয় যা মোট ২০০ জিবি ডেটা, দৈনিক ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং মিনিট খরচের স্বাধীনতা দেবে। এর সাথেই মিলবে ৫০০ জিবি রোলওভার ডেটা। উল্লেখ্য, এই প্ল্যান সহ উপরের প্রতিটি Jio পোস্টপেইড প্ল্যান উপভোক্তাদের এক বছরের Amazon Prime Video ছাড়াও Disney+ Hotstar ও Netflix সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে।
Airtel -এর দুটি আকর্ষণীয় পোস্টপেইড প্ল্যান
এখানে শুরুতেই আমরা বলবো ৪৯৯ টাকা মূল্যের এয়ারটেল ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানের কথা। এটি বেছে নিলে মাসে মোট ৭৫ জিবি ডেটা খরচ করার সুযোগ মিলবে। সাথে পাওয়া যাবে ২০০ জিবি রোলওভার ডেটা। উপরন্তু গ্রাহকেরা প্রতিদিন ১০০ এসএমএস প্রেরণ এবং অফুরন্ত ভয়েস কল করতে পারবেন। তাছাড়া এই অফার রিচার্জ করলে সংস্থা গ্রাহককে একটি রেগুলার সিম কার্ড প্রদান করবে।
সর্বোপরি ৪৯৯ টাকার এই পোস্টপেইড প্ল্যান Airtel Thanks Platinum সহ একাধিক রিওয়ার্ডের সাথে বিদ্যমান। সেজন্য গ্রাহকেরা এর সাথে এক বছরের Amazon Prime Video এবং Disney+ Hotstar সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনিপয়সায় পেয়ে যাবেন। একইসাথে পাওয়া যাবে Airtel X-stream অ্যাপ্লিকেশন ও Wynk Music প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
পরিশেষে ৯৯৯ টাকার এয়ারটেল Family Infinity পোস্টপেইড প্ল্যানের বিষয়ে বলে আলোচনা শেষ করবো। এটি বেছে নিলে প্রতি মাসে মোট ১৫০ জিবি ডেটা, দৈনিক ১০০ এসএমএস এবং অফুরন্ত ভয়েস কল করার স্বাধীনতা মিলবে। এর সাথে পাওয়া যাবে ২০০ জিবি রোলওভার ডেটা, ১টি রেগুলার সিম কার্ড এবং নিখরচায় ২টি অ্যাড-অন রেগুলার ভয়েস কানেকশন। এছাড়া এর সাথে আগত Airtel Thanks Platinum সুবিধাগুলি শেষোক্ত প্ল্যানের অনুরূপ।