দ্রুত ইন্টারনেটের মজা নিন, Jio vs BSNL vs ACT vs Vi-এর সেরা 150mbps প্ল্যান দেখে নিন

By :  SUPARNAMAN
Update: 2022-04-08 19:41 GMT

উচ্চগতির ইন্টারনেট পরিষেবার প্রয়োজন মেটাতে ভারতীয় আইএসপিগুলির (ISP - Internet Service Provider) কাছে বেশ কিছু আকর্ষণীয় ব্রডব্যান্ড প্ল্যান রয়েছে। আমাদের ধারণা এক্ষেত্রে ১৫০ মেগাবাইট প্রতি সেকেন্ড (Mbps) প্ল্যানগুলি বিভিন্ন ধরনের গ্রাহকের জন্য লাভজনক হতে পারে। তাই আলোচ্য প্রতিবেদনে আমরা Jio, BSNL, ACT এবং You ব্রডব্যান্ডের এমন কিছু প্ল্যান নিয়ে হাজির হয়েছি, যারা উচ্চগতির ডেটা কানেক্টিভিটি ছাড়া আরো একাধিক সুযোগ-সুবিধা প্রদান করবে।

Reliance Jio'র দুর্দান্ত 150 Mbps প্ল্যান

প্রিপেইড পরিষেবার ক্ষেত্রে যারা জিও নেটওয়ার্কের উপরে ভরসা রাখতে পছন্দ করেন, তারা স্বচ্ছন্দে JioFiber -এর জনপ্রিয় ১৫০ এমবিপিএস (Mbps) প্ল্যান রিচার্জ করতে পারেন, যার বাজারমূল্য ৯৯৯ টাকা। পুরো ৩০ দিনের ভ্যালিডিটির সাথে আগত এই প্ল্যান ৩,৩০০ জিবি (GB) বা ৩.৩ টিবি (TB) পর্যন্ত উচ্চগতির ডেটা খরচের স্বাধীনতা দেবে। এক্ষেত্রে গ্রাহকেরা ১৫০ এমবিপিএসের সমান ডাউনলোড ও আপলোড গতি লাভ করবেন। এছাড়া এই প্ল্যান Amazon Prime Video, Disney+ Hotstar, EROS Now সহ মোট ১৫টি ওটিটি (OTT) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্রদান করবে।

BSNL -এর 150 Mbps প্ল্যান

উচ্চগতিতে ইন্টারনেট ব্যবহারের জন্য আগ্রহীরা বিএসএনএলের সুপারস্টার প্রিমিয়াম প্লাস প্যাক (SuperStar Premium Plus Pack) নামক মাসিক প্ল্যান বেছে নিতে পারেন, যার মূল্য ৯৯৯ টাকা। এটি ১৫০ এমবিপিএস গতিতে ২,০০০ জিবি পর্যন্ত অফুরন্ত ইন্টারনেট ডেটা খরচের সুযোগ দেবে। তবে বরাদ্দ এফইউপি (FUP) সীমা পেরিয়ে গেলে ইন্টারনেট গতি ১০ কেবিপিএসে (Kbps) নেমে আসবে। এছাড়া বিএসএনএলের সুপারস্টার প্রিমিয়াম প্লাস প্যাক রিচার্জ Disney+ Hotstar, Lions Gate, Sony LIV সহ আরো একাধিক প্ল্যাটফর্মের কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা মিলবে।

ACT 150 Mbps প্ল্যানের বিভিন্ন সুবিধা

বেঙ্গালুরু ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী এসিটি (ACT) মাসিক ১,০৮৫ টাকার বিনিময়ে আগ্রহীদের ACT Blaze প্ল্যান অফার করে থাকে, যা ১৫০ এমবিপিএসের সমান ডাউনলোড ও আপলোড গতি প্রদানের জন্য পরিচিত। এই প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা ১,৫০০ জিবি পর্যন্ত অফুরন্ত ইন্টারনেট ডেটা খরচের সুযোগ পাবেন যার পরে পরিষেবার গতি ১ এমবিপিএসে নেমে আসবে। উল্লেখ্য, বিকল্পটি Zee5, Sony LIV -এর মতো একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের সাথে আগত।

You Broadband -এর অপেক্ষাকৃত সস্তা 150 Mbps প্ল্যান

Vodafone Idea বা Vi গোষ্ঠীর সহযোগী সংস্থা You ব্রডব্যান্ডের ১৫০ এমবিপিএস গতির প্ল্যানগুলি গ্রাহকদের জন্য কিছুটা সাশ্রয়ী হতে পারে। এই সংস্থা গ্রাহকদের আলাদা আলাদা ভ্যালিডিটি সঙ্গে আগত প্ল্যান বেছে নেওয়ার সুযোগ দেয়। পুরো ৩০ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ ইউ ব্রডব্যান্ডের ১৫০ এমবিবিএস প্ল্যান রিচার্জ করতে হলে আগ্রহীকে অপেক্ষাকৃত কম ৯৪৪ টাকা খরচ করতে হবে। এছাড়া ইউ ব্রডব্যান্ডের ৯৫, ১৯০ এবং ৩৮০ দিনের পরিষেবা মেয়াদে আগত প্ল্যান রিচার্জের জন্য খরচ হবে যথাক্রমে ২,৮৩২, ৫,৬৬৪ এবং ১১,৩২৮ টাকা। তবে মনে রাখা দরকার এই মুহূর্তে মুম্বই সহ আরো কিছু সীমিত শহরের মধ্যেই ইউ ব্রডব্যান্ডের পরিষেবা উপলব্ধ।

Tags:    

Similar News