৫০০ টাকায় কেনা যাবে JioPhone Next, অফার দেখে নিন

By :  techgup
Update: 2021-09-04 08:02 GMT

আপামর সাধারণ জনগণের কথা মাথায় রেখে Reliance Jio বিশ্বের সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন, JioPhone Next আগামী ১০ সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে। Google-এর সাথে হাত মিলিয়ে এই ফোনটি ডেভেলপ করেছে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানিটি। ফোনটির প্রি-বুকিং খুব শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে। ফোনটি যদিও এমনিতেই খুব সস্তা, কিন্তু তা সত্ত্বেও গ্রাহকদের সুবিধার্থে Reliance Jio একাধিক অপশন প্রদান করতে চলেছে, যার মধ্যে অন্যতম একটি হল আপনি প্রাথমিকভাবে কেবল ৫০০ টাকা দিয়েই এই ফোনটি নিজের পকেটস্থ করতে পারেন! বিশ্বাস হচ্ছে না তো? অবিশ্বাস্য হলেও সত্যিই এমনি দুর্দান্ত অফার নিয়ে এসেছে সংস্থাটি। আসুন অফারটি সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আপনাদেরকে জানিয়ে রাখি, Reliance Jio বিভিন্ন পেমেন্ট প্ল্যানের মাধ্যমে JioPhone Next বিক্রি করার জন্য একগুচ্ছ ভারতীয় ব্যাংক এবং ঋণপ্রদানকারী অংশীদারদের (lending partners) সাথে হাত মিলিয়েছে। এই ব্যাংক এবং ঋণ প্রদানকারী অংশীদারদের মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিরামল ক্যাপিটাল, আইডিএফসি ফার্স্ট, ডিএমআই ফাইন্যান্স এবং অন্যান্য। এর পাশাপাশি Jio আগামী ছয় মাসের মধ্যে ৫০ মিলিয়ন JioPhone Next ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে। ফলে এই স্মার্টফোনটি কেনার জন্য ইউজারদের উৎসাহিত করতে সংস্থাটি যে একাধিক সুযোগসুবিধা অফার করবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও দুটি জিওফোন নেক্সট মডেল লঞ্চ করতে চলেছে - একটি বেসিক মডেল যার দাম ৫,০০০ টাকা এবং আর-একটি অ্যাডভান্সড মডেল, যার দাম ৭,০০০ টাকা হবে বলে আশা করা হচ্ছে। একবারে পুরো টাকাটা দিয়ে ফোন কেনার সুযোগ আপনার কাছে সবসময়ই থাকবে। কিন্তু আপনি যদি একবারে পুরো টাকাটা না দিতে চান, তাহলে আপনি কিস্তিতে JioPhone Next কেনার সুযোগ পাবেন। সেক্ষেত্রে প্রথমে আপনি মোট দামের মাত্র ১০% প্রদান করতে পারেন, অর্থাৎ বেসিক জিওফোন নেক্সট-এর জন্য ৫০০ টাকা এবং অ্যাডভান্সড মডেলের জন্য ৭০০ টাকা দিতে হবে। প্রাথমিকভাবে এই সামান্য পরিমাণ টাকা ব্যয় করলেই আপনার হাতের মুঠোয় চলে আসবে সাশ্রয়ী মূল্যের এই 4G স্মার্টফোনটি। পরে অবশিষ্ট অর্থ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তিতে ব্যাংক বা ঋণপ্রদানকারী অংশীদারকে ফেরত দিতে হবে। যদিও এইভাবে ইন্সটলমেন্টে টাকা দিয়ে ফোনটি কেনার ক্ষেত্রে সুদ সংক্রান্ত বিষয় সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য জানা যায়নি।

এছাড়া, Reliance Jio আরও চারটি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির (NBFC) সাথে অংশীদারিত্ব করেছে এবং তারা ২,৫০০ কোটি টাকার ক্রেডিট সাপোর্টের আশ্বাস দিয়েছে। সাশ্রয়ী মূল্যের এই ফোনটি লঞ্চ করার মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে Reliance Jio নিজের সংস্থাকে যে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে চলেছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। জুনের শেষে Jio-র দখলে আছে ৪৪১ মিলিয়ন গ্রাহক, তবে সংস্থাটি তার গ্রাহকসংখ্যা ৫০০ মিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানা গেছে, যার বাস্তবায়নে JioPhone Next অনেকটাই সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News