Tesla অনিশ্চিত, তবে 2025-এর মধ্যে ভারতেই ইলেকট্রিক গাড়ি তৈরির করবে Kia

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন প্রতিযোগী কিয়া (Kia)‌ সম্প্রতি EV6 ক্রসওভারের হাত ধরে দেশের ইলেকট্রিক কার মার্কেটে পা রেখেছে তারা। তৈরি করে প্রিমিয়াম গাড়িটি এদেশে আমদানি করেছে কিয়া। সে জন্য দামও বেশি। তবে ভবিষ্যতে ভারতের মাটিতেই বিদ্যুৎচালিত গাড়ি উৎপাদনের লক্ষ্য রাখছে তারা। কিয়ার ম্যানেজিং ডিরেক্টর একটি সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিলেন।

তিনি বলেন, “আমরা ভারতীয়দের চাহিদার কথা মাথায় রেখে ইন্ডিয়া-সেন্ট্রিক ইলেকট্রিক ভেহিকেলের উপরে কাজ করছি। ২০২৫ সালের মধ্যে স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ২০২৭-এর মধ্যে বিশ্বজুড়ে লঞ্চ করার জন্য ১৪টি ব্যাটারিচালিত গাড়ির উন্নয়ন করছি আমরা‌ তবে ভারতে কীরকম ও কতগুলি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

প্রসঙ্গত, ভারতে প্রাথমিকভাবে কিয়ার প্রথম ই-কার Kia EV6-এর একশো ইউনিট বরাদ্দ হয়েছিল‌। কিন্তু বুকিং এসেছে তার তিনগুণের বেশি‌ ফলে জনপ্রিয়তা সহজেই অনুমান করা যায়‌ GT Line RWD এবং GT Line AWD‌ ভ্যারিয়েন্টে এসেছে‌ এটি। প্রথমটির দাম ৫৯.৯৫ লাখ এবং দ্বিতীয়টির মূল্য ৬৪.৯৫ লাখ টাকা রাখা হয়েছে।

দু’টি ভ্যারিয়েন্টেই ৭৭.৪ কিলোওয়াট ব্যাটারি রয়েছে‌। RWD-এর রেঞ্জ ৫২৮ কিমি‌‌‌। অন্য দিকে, AWD-এ ডুয়াল মোটর থাকায় রেঞ্জ অনেকটাই কম‌। একচার্জে ৪২৫ কিমি চলতে পারবে। ব্যাটারি আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ১০০ কিমি পথ চলার জন্য প্রয়োজনীয় চার্জ সাড়ে চার মিনিটের মধ্যেই হয়ে যায়। গাড়িটি  ঘন্টা প্রতি ০-১০০ কিমি গতি মাত্র ৩.৫ সেকেন্ডে তুলতে সক্ষম।