Lava Agni 5G: এবার ফোনে লেখা থাকবে আপনার নাম, লাভা দিচ্ছে দুর্দান্ত সুবিধা

By :  SUPARNA
Update: 2022-08-14 04:25 GMT

গতবছর ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Lava Agni 5G। আর আজ অর্থাৎ লঞ্চের প্রায় ৮ মাস পর সংস্থাটি তাদের এই ফোনের জন্য একটি নতুন কাস্টমাইজেশন বিকল্প ঘোষণা করলো। এরফলে আলোচ্য 5G ফোনের ব্যাক প্যানেলে ক্রেতারা তাদের নাম খোদাই করার সুবিধা পাবেন। শুধু তাই নয়, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই হ্যান্ডসেটে 'পার্সোনালাইজ টাচ' পেতে পারবেন বলে নিশ্চিত করেছে দেশীয় সংস্থাটি।

Lava Agni 5G স্মার্টফোনের কাস্টমাইজ বিকল্প ঘোষণা করলো সংস্থা, করা যাবে বিনামূল্যে নাম খোদাই (Lava Agni 5G Updated With Free Name Engraving Customisation Option)

আপনাদের মধ্যে যারা Lava Agni 5G -এর নতুন কাস্টমাইজেশন বিকল্প নিজের নামে করতে আগ্রহী, তাদের প্রথমেই লাভা ই-স্টোরে (Lava E-store) চলে যেতে হবে। তারপর, কাস্টমাইজ করার জন্য প্রয়োজনীয় বিবরণ জমা দিতে হবে। এমনটা করলে একটি কুপন কোড জেনারেট হবে এবং পরিশেষে আপনি Lava-র এই ফোনের নতুন কাস্টমাইজেশন বিকল্পটি হাতে পাওয়ার লাইসেন্স পেয়ে যাবেন।

Lava Agni 5G -এর দাম ও স্পেসিফিকেশন

ভারতে লাভা অগ্নি ৫জি স্মার্টফোনকে ১৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। এটি ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। ফোনটি কেবলমাত্র ব্লু কালারে পাওয়া যাবে।

ফিচার হিসাবে, ডুয়েল সিমের (ন্যানো) এই ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে আছে। উন্নত পারফরম্যান্সের জন্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। আর স্টোরেজ হিসাবে, লাভা অগ্নি ৫জি স্মার্টফোনে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি UFS ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Lava Agni 5G স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৭৯ অ্যাপারচার সহ (সিক্স-পিস লেন্স) ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরাগুলি – এআই মোড, সুপার নাইট মোড এবং প্রো মোড সাপোর্ট করে। অন্যদিকে, সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

আবার কানেক্টিভিটির জন্য এই ফোনে, 5G, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস / এ-জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইউজারের ডেটা সুরক্ষিত রাখতে এটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য Lava Agni 5G ফোনে আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ৯০ মিনিটেরও কম সময়ে চার্জ হয়ে যাবে বলে সংস্থাটি দাবি করেছে।

Tags:    

Similar News