মাত্র ৫৯৪০ টাকায় 5G স্মার্টফোন, অবিশ্বাস্য এক্সচেঞ্জ অফার Amazon Fab Phones Fest সেলে

By :  SUPARNA
Update: 2022-05-27 16:35 GMT

Amazon Fab Phones Fest: ই-কমার্স সাইট Amazon -এ চলমান 'Fab Phones Fest' সেল আজ অন্তিম দিনে পা রাখলো। তবে শেষ মুহূর্তে এসেও ডিসকাউন্ট ও নানাবিধ আকর্ষণীয় অফারের সাথে একাধিক 'বেস্ট সেলিং' স্মার্টফোনকে বিক্রি করা হচ্ছে এই সেলে। আর আপনারা যারা একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তারা চলমান সেলটি থেকে একটি ভারতীয় ব্র্যান্ডের 5G হ্যান্ডসেটকে অতিশয় কম দামে পকেটস্থ করতে পারবেন। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি Lava Agni 5G স্মার্টফোনের প্রসঙ্গে। এই ফোনটিকে ৩১% ডিসকাউন্টের সাথে সেলে তালিকাভুক্ত করা হয়েছে। একইসাথে, ১০,৫৫০ টাকা পর্যন্ত ভারী এক্সচেঞ্জ বোনাস ও ইএমআই অপশনের সুবিধাও পাওয়া যাবে। যারপর Lava-র হ্যান্ডসেটটিকে ৬,০০০ টাকারও কম খরচ করে কিনতে পারবেন আপনারা। চলুন Amazon Fab Phones Fest সেলে Lava Agni 5G স্মার্টফোনের উপর কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক

Lava Agni 5G এর দাম ও অফার

লাভা অগ্নি ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এটিকে চলমান অ্যামাজন সেল থেকে কিনলে ক্রেতারা ফ্লাট ৩১% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারপর ফোনটিকে মাত্র ১৬,৪৯০ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। এটি ব্লু কালারের একক কালার অপশনে উপলব্ধ।

অন্যান্য অফারের কথা বললে, লাভার এই ৫জি স্মার্টফোনকে কেনার ক্ষেত্রে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। কিস্তিতে পেমেন্ট করতে চাইলে আপনারা এই হ্যান্ডসেটকে ইএমআই অপশনের অধীনেও কিনতে পারেন। এর জন্য, আপনাকে প্রতি মাসে নূন্যতম ৭৭৬ টাকার ইএমআই প্রদান করতে হবে। এছাড়াও এক্সচেঞ্জ অফারও উপলব্ধ রয়েছে ফোনটির সাথে। সেক্ষেত্রে পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোন কিনলে ১০,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এই পুরোনো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে, লাভা অগ্নি ৫জি স্মার্টফোনকে কেবল ৫,৯৪০ টাকা খরচ করে পকেটস্থ করে নেওয়া যাবে।

Lava Agni 5G স্পেসিফিকেশন

ডুয়েল সিমের (ন্যানো) লাভা অগ্নি ৫জি ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশনের সাথে এসেছে। তদুপরি, ফাস্ট পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য থাকছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। লাভার এই ৫জি স্মার্টফোনে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি UFS ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Lava Agni 5G স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৭৯ অ্যাপারচার সহ (সিক্স-পিস লেন্স) ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরাগুলি – এআই মোড, সুপার নাইট মোড এবং প্রো মোড সাপোর্ট করে। অন্যদিকে, সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

আবার কানেক্টিভিটির জন্য এই ফোনে, 5G, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস / এ-জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইউজারের ডেটা সুরক্ষিত রাখতে এটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য Lava Agni 5G ফোনে আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ৯০ মিনিটেরও কম সময়ে চার্জ হয়ে যাবে বলে সংস্থাটি দাবি করেছে।

Tags:    

Similar News