Amazon দিচ্ছে বাড়ি বসে আয়ের সুযোগ, তাড়াতাড়ি করুন এই কাজ

By :  techgup
Update: 2022-10-26 08:26 GMT

অনলাইন শপিংয়ের জন্য Amazon India-র মোবাইল অ্যাপটি তো আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি জানেন এই অ্যাপটি থেকেই বাড়ি বসে রোজ আয় করা যায়, তাও আবার স্মার্টফোনের কয়েক ক্লিকেই। অবাক হবেন না, হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলে এখন নানাভাবে আয় করা যায়। এর মধ্যে কেউ যদি Amazon পরিচালিত 'Daily QuizTime' নামের গেমটি খেলেন, তাহলে তিনি রোজ নূন্যতম ১,০০০ টাকা বা তারও বেশি অ্যামাউন্ট পুরষ্কার হিসেবে পেতে পারেন। ক্যালেন্ডারের পাতা বদলাতে থাকলেও, বিগত কয়েক মাস ধরেই এই গেম ইভেন্টটি একইভাবে লাইভ রয়েছে, যাতে অংশগ্রহণ করে পাঁচ-পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই অতিরিক্ত আয় করা সম্ভব হবে। যেমন, আপনারা আজ রাত ১১:৫৯ অবধি সময়ের মধ্যে Amazon-এর এই গেম খেললে পুরো ২,৫০০ টাকা পেতে পারেন।

Amazon Pay ব্যালেন্স হিসেবে মিলবে ২,৫০০ টাকা

অ্যামাজনের ডেইলি কুইজ গেমটি রোজ রাত ১২টায় (বা সকাল ৮টায়) শুরু হয় এবং এটি গোটা দিনের যেকোনো সময় খেলা যায়। তবে দিন বিশেষে এতে পুরস্কারের অ্যামাউন্ট পরিবর্তিত হতে থাকে। এক্ষেত্রে গেমটি থেকে পুরষ্কার জিতে নিতে কেবল জেনারেল নলেজ (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়, যার মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে চারটি অপশন থাকে। পুরষ্কার পেতে ওই অপশনগুলির মধ্যে থেকে অংশগ্রহণকারীদের সঠিক বিকল্প বেছে নেওয়া আবশ্যক। তবে মনে রাখবেন, সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই যে গেমের পুরষ্কারের অর্থ (আজ ২,৫০০ টাকা) হাতে পাবেন, এমন নিশ্চয়তা কিন্তু নেই। এক্ষেত্রে সঠিক উত্তরদাতারা লাকি ড্রয়ে পৌঁছে যাবেন, যার মধ্যে থেকে সংস্থা ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করবে আগামীকাল মানে ২৭শে অক্টোবর। আবার এই পুরষ্কার নগদ টাকা হিসেবে সরাসরি হাতে পাওয়া যাবেনা, অ্যামাজন পে ইউপিআইয়ে সাইন ইন করে জেতা অর্থ নানাভাবে কাজে লাগাতে পারবেন ইউজাররা।

কীভাবে Amazon-এর কুইজ গেম খেলবেন?

১. অ্যামাজনের কুইজ গেমটি খেলতে চাইলে আগ্রহীদের অবশ্যই অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে সংস্থার শপিং অ্যাপটি ইনস্টল ও লগইন করে রাখতে হবে। এই কুইজ ডেস্কটপ বা ল্যাপটপে খেলা যাবে না। গেম চালু করতে প্রথমে ওই অ্যাপ খুলে 'ফানজোন' (Funzone) সেকশনে যেতে হবে।

২. এখানে একটু স্ক্রল করলে বা সার্চ বারে অনুসন্ধান করলে 'ডেইলি কুইজ' নামক ব্যানার দেখা যাবে।

৩. ওই ব্যানারে ক্লিক করলে স্ক্রিনে প্রদর্শিত হবে 'স্টার্ট' (Start) বাটন, যাতে ক্লিক করলেই গেমের পাঁচটি প্রশ্ন অ্যাক্সেস করতে পারবেন আগ্রহীরা। আপনাদের লাকি ড্রয়ে পৌঁছানোর সুবিধার জন্য নিচে গেমের আজকের প্রশ্নসমূহ এবং তাদের উত্তর দেওয়া হল।

Amazon Daily QuizTime গেমের আজকের প্রশ্নোত্তর

১. Leg spinner Karthik Meiyappan took the first hat-trick of the 2022 T20 World Cup. He represents which side?

উত্তর: UAE

২. The movie 'Goodbye' starring Amitabh Bachchan has which family as the centrepiece of the story?

উত্তর: Bhalla

৩. Which country recently elected Ulf Kristersson as the Prime Minister?

উত্তর: Sweden

৪. This is a picture of the famous twin towers in which city? (গেমে একটি ছবি প্রদর্শিত হবে)

উত্তর: Kuala Lumpur

৫. What is this type of sushi called? (গেমে একটি ছবি প্রদর্শিত হবে)

উত্তর: Nigiri

Tags:    

Similar News