Maruti Suzuki Electric Car: গুজরাতে সুজুকির কারখানায় মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা
মারুতি সুজুকি (Maruti Suzuki) ও টয়োটা (Toyota) যৌথভাবে আগামী কয়েক বছরের মধ্যে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে বলে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। সুজুকির গুজরাতের কারখানায় আসন্ন বৈদ্যুতিক গাড়ির মডেলটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই গাড়িটির সাংকেতিক নামও সামনে এসেছে, Maruti Suzuki YY8। সম্প্রতি মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কেনিচি আয়ুকাওয়া (Kenichi Ayukawa) জানিয়েছেন, তারা সরকারের উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প বা পিএলআই (PLI)-এর অনুমোদন পেয়েছে।
এই বিষয়ে এখনও আলোচনা চলার প্রসঙ্গটি উল্লেখ করে আয়ুকাওয়া বলেছেন, “সুজুকি জাপান (Suzuki Japan) এই বিষয়টি নিয়ে এখনও পর্যালোচনা করছে। আমরা এখনো এর কোনো চূড়ান্ত বার্তা পাইনি। কিন্তু আমাদের এই বিষয়টি সযত্নের সাথে দেখতে হবে।”
অন্যদিকে, ২০২১-এর ডিসেম্বরে টয়োটা (Toyota) একাধিক সেগমেন্ট যেমন এসইউভি এবং পিকআপ ট্রাকের বিদ্যুৎ চালিত কনসেপ্ট মডেলের প্রদর্শন করেছিল। যার মধ্যে ১৪টি নতুন ব্যাটারিচালিত গাড়ির মডেল ভবিষ্যতে আনার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। আবার তাদের লাক্সারি গাড়ির শাখা লেক্সাস (Lexus) ২০৩৫-এর মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎচালিত মডেলের গাড়ি নিয়ে আসার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। সেজন্য টয়োটা সংস্থাটিতে ৭,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করছে৷
সম্প্রতি লঞ্চ হওয়া Maruti Suzuki Glanza-র (Baleno-র রিব্যাজড) এবং আরবান ক্রুজার (Vitara Brezza-র রিব্যাজ) ইতিমধ্যেই এক লক্ষ বুকিং পেরিয়েছে। যা আগামী দিনে সংস্থা দুটির জোট আরও শক্তপোক্ত করবে বলেই অনুমান করা হচ্ছে। অন্যদিকে জাপানি সংস্থাটি এদেশে আরো নতুন মডেল নিয়ে আসার জন্য কোমর বেঁধেছে।