কোয়ালকমকে টেক্কা! সবার আগে ৪ এনএম প্রসেসর এনে বাজি জিততে চাইছে Mediatek

By :  SHUVRO
Update: 2021-04-21 11:42 GMT

মিডিয়াটেক (Mediatek) স্পষ্টত উন্নত চিপ উৎপাদন প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে৷ রিপোর্ট বলছে, প্রতিদ্বন্দ্বীদের টপকে মিডিয়াটেক প্রথম চিপ নির্মাতা হিসেবে ৪ এনএম চিপসেট রিলিজ করবে। সবকিছু ঠিকঠাক চললে, এর প্রোডাকশন চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথমদিকে শুরু হতে পারে। MoneyUDN-এর রিপোর্ট অনুযায়ী, মিডিয়াটেক বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারক সংস্থা টিএসএমসি-কে ৪ এনএম বা নেক্সট-জেনারেশন ৩ এনএম চিপ বানানোর বরাত দিতে পারে।

ইতিমধ্যে Mediatek, Oppo, Vivo, ও Xiaomi-র মতো বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অর্ডার পাওয়া শুরু করেছে। যার অর্থ, মিডিয়াটেক অদূর ভবিষ্যতে হাই-এন্ড হ্যান্ডসেটগুলির জন্য ৫জি এনাবেল্ড চিপসেটগুলির প্রধান সরবরাহকারী হয়ে উঠবে। হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য এখন Qualcomm চিপের বেশি রমরমা। তবে সবার আগে ৪ এনএম চিপসেট রিলিজ করতে পারলে মিডিয়াটেক টপ-এন্ড স্মার্টফোন মার্কেটে কোয়ালকমকেও টপকে যেতে পারে।

এক কথায়, যত বেশি উন্নত চিপ উৎপাদন প্রক্রিয়ার দিকে মিডিয়াটেক অগ্রসর হবে, ততটাই দ্রুত গতিতে স্মার্টফোন চিপসেট মার্কেটে মিডিয়াটেকের উত্থান ত্বরান্বিত হবে। যারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, বিদ্যমান ৫ এনএম ফ্যাব্রিকেশনে বানানো চিপের তুলনায় ৪ এনএম বা ৩ এনএম চিপ আরও উন্নত।

প্রযুক্তি অত্যাধুনিক হওয়ার কারণে প্রতিটি ৪ এনএম বা ৩ এনএম ৫জি এনাবেল্ড চিপের দাম ৩০ ডলার- ৩৫ ডলার থেকে বৃদ্ধি হয়ে ৮০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে৷ ফলস্বরূপ, কোম্পানির লাভের অঙ্কেও উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News