Meta Verified Facebook: টাকা দিলেই মিলবে ব্লু টিক, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন আনল মেটা

By :  techgup
Update: 2023-02-20 03:29 GMT

গত বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Twitter কেনার পর ইলন মাস্ক (Elon Musk) ঘোষণা করেছিলেন যে, ব্লু টিক ভেরিফিকেশনের (Blue Tick Verification) জন্য ইউজারদের এখন থেকে প্রতি মাসে অর্থ প্রদান করতে হবে। অর্থাৎ, ব্যবহারকারীরা এখন চাইলে টাকা দিয়ে নিজের Twitter অ্যাকাউন্টের জন্য ব্লু টিক কিনতে পারবেন। এই ঘোষণা প্রকাশ্যে আসা মাত্রই টেক দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। আবার গোদের ওপর বিষফোঁড়ার মতো চলতি মাসের শুরু থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, খুব শীঘ্রই মাস্কের কোম্পানির দেখানো পথে হাঁটার পরিকল্পনা করছে Instagram এবং Facebook। আর এই আশঙ্কাই এবার বাস্তবায়িত হল। অর্থাৎ, হালফিলে Instagram এবং Facebook-এ চালু হয়ে গিয়েছে পেইড ভেরিফিকেশন ফিচার। এর ফলে এবার উক্ত দুই প্ল্যাটফর্মে বিদ্যমান অ্যাকাউন্টে ব্লু ব্যাজ পেতে হলে ইউজারদেরকে নিজস্ব গাঁটের কড়ি খসাতে হবে। স্বভাবতই কোটি কোটি ব্যবহারকারীদের জন্য খবরটি যে অত্যন্ত হৃদয়বিদারক, সেকথা বলাই বাহুল্য।

Facebook, Instagram-এর জন্য পেইড ব্লু টিক চালু করলো Meta

আপনাদেরকে জানিয়ে রাখি, গত রবিবার মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে 'মেটা ভেরিফায়েড' (Meta Verified) নামক একটি পেইড সাবস্ক্রিপশন সার্ভিস চালু করার কথা ঘোষণা করেছেন। এর সুবাদে ওয়েব ইউজাররা প্রতি মাসে ১১.৯৯ মার্কিন ডলার (প্রায় ৯৯১.৯২ টাকা) এবং আইফোন (iPhone) ব্যবহারকারীরা প্রতি মাসে ১৪.০০ মার্কিন ডলারের (প্রায় ১,১৫৮.২১ টাকা) বিনিময়ে তাদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন। সংস্থার তরফে করা আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই পরিষেবা চালু করা হবে। এছাড়া, বিশ্বের অন্যান্য দেশগুলিতেও খুব শীঘ্রই এই সার্ভিস উপলব্ধ হবে বলে জানিয়েছেন জুকারবার্গ।

Meta Verified সাবস্ক্রিপশনের ফলে কী কী বাড়তি সুবিধা মিলবে?

উল্লেখ্য, এর আগে টুইটার অধিগ্রহণের পরেই সংস্থার কোষাগার ভরাতে ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশনের মতো অভিনব ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছিলেন ধুরন্ধর ব্যবসায়ী হিসেবে পরিচিত মাস্ক। সেক্ষেত্রে মাস্কের দেখানো পথে হেঁটে এবার ফেলো কড়ি মাখো তেল নীতি নিলেন মেটা কর্ণধার মার্ক। এর ফলে জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে এখন থেকে পয়সা ফেললেই মিলবে ফেরিভায়েড অ্যাকাউন্টের স্বীকৃতি নীল চিহ্ন বা ব্লু টিক। জুকারবার্গের মতে, যারা ব্লু ব্যাজের জন্য টাকা দেবেন, তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সরকারি পরিচয়পত্র দিয়ে যাচাই করা হবে। অর্থাৎ যারা সাবস্ক্রিপশন সার্ভিস ব্যবহার করবেন, তাদের অ্যাকাউন্ট বাড়তি সুরক্ষা পাবে। আবার, যদি কেউ ছদ্মনামে কারোর ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে, তাহলে এই পরিষেবার দৌলতে তা অতি অনায়াসে শনাক্ত করা যাবে। উল্লেখ্য যে, ১৮ বছরের ঊর্ধ্বে থাকা ব্যবহারকারীরাই শুধুমাত্র ব্লু টিক সাবস্ক্রিপশন পাবেন।

Twitter-এও টাকার বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট মিলবে

প্রসঙ্গত জানিয়ে রাখি, যদিও ব্লু চেক মার্ক আগে রাজনীতিবিদ, সেলিব্রিটি, সাংবাদিক এবং অন্যান্য জনসাধারণের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য বিনামূল্যে প্রদান করা হতো, তবে এখন Twitter-এ ব্লু টিক বজায় রাখার জন্য ব্যবহারকারীদেরকে নিজস্ব গাঁটের কড়ি খরচ করতে হয়। সেক্ষেত্রে বর্তমানে ভারতীয় অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশনের মূল্য ৯০০ টাকা ধার্য করেছে Twitter। তবে ওয়েব ইউজারদের এই পরিষেবা পেতে হলে প্রতি মাসে ৬৫০ টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, এই সার্ভিসের দৌলতে টুইট এডিট, ফোল্ডার বুকমার্ক, ফুল এইচডি কোয়ালিটিতে দীর্ঘ ভিডিও আপলোড সহ আরও বেশ কিছু এক্সট্রা ফিচারের অ্যাক্সেস পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

https://youtu.be/WLMS4IPvjIA

Tags:    

Similar News