Mi Mix 4 তিনদিন পরেই স্মার্টফোন মার্কেটে ঝড় তুলতে আসছে, তার আগে দেখা গেল Geekbench-এ

By :  PUJA
Update: 2021-08-06 14:16 GMT

আগামী ১০ অগাস্ট লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত Mi Mix 4। ওইদিনের ইভেন্টে Xiaomi চীনে Mi Pad 5 ট্যাবলেটের ওপর থেকেও পর্দা সরাবে। কোম্পানির তরফেসোশ্যাল মিডিয়ায় একের পর এক আসন্ন ডিভাইস দুটির ফিচার টিজ করা হচ্ছে। ফলে ডিভাইস দুটির স্পেসিফিকেশন মোটামুটি আমাদের জানা। তবে লঞ্চের আগে Mi Mix 4 কে আজ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ দেখা গেল। এখান থেকে ফোনটির প্রসেসর সহ কিছু মুখ্য ফিচার উঠে এসেছে, আসুন জেনে নিই সেগুলি কী কী?

Mi Mix 4 এর Geekbench লিস্টিং

বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটিতে এমআই মিক্স ৪ কে 2106118C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে এই ফোনে ৩.০ গিগাহার্টজ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। সাথে থাকবে এড্রেনো ৬৬০ জিপিইউ। প্রসঙ্গত কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর হল স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস। আসন্ন iQOO 8 সিরিজের ফোনেও এই প্রসেসর ব্যবহার করা হবে।

যাইহোক গিকবেঞ্চে এমআই মিক্স ৪ কে ১২ জিবি র‌্যাম সহ দেখা গেছে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস। এছাড়া এই ফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। এর ওপর এমআইইউআই ১২.৫ (কাস্টম স্কিন) লেয়ার থাকবে। গিকবেঞ্চে এমআই মিক্স ৪ ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৮৫৭ ও ২৯৯৫ স্কোর করেছে।

Mi Mix 4 স্পেসিফিকেশন ও ফিচার

Mi Mix 4 এর প্রধান আকর্ষণ হবে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। Xiaomi-র প্রথম ইন ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন হবে এটি। এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে দেখা যাবে। এছাড়া ফোনটি LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজের জন্য মাইক্রনের uMCP5 চিপ সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে দেওয়া হবে ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আবার ফোনটি ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য Mi Mix 4 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News