Moto Edge X30: Motorola 9 ডিসেম্বর বিশ্বের প্রথম Snapdragon 8Gen1 প্রসেসরের ফোন লঞ্চ করবে

By :  SHUVRO
Update: 2021-12-01 07:37 GMT

গুঞ্জনই সত্যি হল। Moto Edge X30 হবে বিশ্বের প্রথম Snapdragon 8Gen1 প্রসেসরের ফোন। Qualcomm এই ফ্ল্যাগশিপ প্রসেসর উন্মেচন করার পরই দিনক্ষণ উল্লেখ না করলেও, Xiaomi, Realme, Oppo, এবং OnePlus জানায়, তারা Snapdragon 8 Gen 1 দিয়ে ফোন আনতে চলেছে। কিন্তু অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে পিছনে ফেলে মোটোরোলা আগাম ঘোষণা করে, তারা লেটেস্ট চিপটির সঙ্গে Moto Edge X30 চীনে ৯ ডিসেম্বর লঞ্চ করবে।

উল্লেখ্য, সে দিন মোটোরোলা চাইনিজ মার্কেটে দু'টি ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। প্রথমটি Moto Edge X30 ও দ্বিতীয়টি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করা Moto G200 এর রিব্র্যান্ডেড ভার্সন Edge S30। এতে গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো Snapdragon 888 Plus প্রসেসর থাকবে বলে আশা করা যায়।

Motorola এখনও Edge X30 সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। যদিও লেনোভোর মোবাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার চেন জিন (Chen Jin) বলেছিলেন, মোটোরৈলার লেটেস্ট ফোনের দু'পাশে গরিলা গ্লাস প্রটেকশন, নতুন চিপসেট, My UX 3.0-এর লেটেস্ট ভার্সন ও একঝাঁক নতুন ফিচার থাকবে।

মোটো এজ এক্স৩০ স্পেসিফিকেশনস (প্রত্যাশিত) (Moto Edge X30 Expected Specifications)

মোটোরোলা না বললেও সাম্প্রতিক রিপোর্টগুলির উপর ভিত্তি করে বলা যায়, মোটো এজ এক্স৩০ ফোনে ৬.৬৭ ওলেড প্যানেল থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য মোটো এজ এক্স৩০ ফোনে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৬০ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা দেওয়া হতে পারে।

এছাড়া ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে পারে ফোনটি। প্রসঙ্গত, এই ফোনটি গ্লোবাল মার্কেটে Moto Edge X30 Ulta নামে লঞ্চ হতে পারে।

Tags:    

Similar News