পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ আসছে Moto G10 Power

Update: 2021-03-03 05:17 GMT

Motorola গতমাসে ইউরোপে Moto G10 এবং Moto G30 ফোন দুটি লঞ্চ করেছিল। এই ফোনগুলি শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটে পা রাখবে। তবে সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছিল, মোটো জি১০ ফোনটি ভারতে পাওয়া যাবে মোটো জি১০ পাওয়ার নামে। এই রিপোর্ট যে সত্যি তা এবার প্রমান করলো Geekbench। বেঞ্চমার্ক সাইটটিতে গতকাল Moto G10 Power নামে একটি ফোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে ফোনের র‌্যাম, অপারেটিং সিস্টেম, প্রসেসর প্রভৃতি জানা গেছে। যার সাথে মিল আছে Moto G10 এর।

গিকবেঞ্চ থেকে জানা গেছে, মোটো জি১০ পাওয়ার অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। আবার ফোনটি ৪ জিবি র‌্যামের সাথে পাওয়া যাবে। সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে এই ফোনটি ২৪৪ এবং ১০৪৩ স্কোর করেছে। এই ফোনে ব্যবহার হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। যার বেস ফ্রিকোয়েন্সি হবে ১.৮০ হার্টজ।

গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে Moto G10 Power এর কোডনেম হবে Capri। উল্লেখ্য এই একই কোডনেম ব্যবহার হয়েছিল মোটো জি১০ এর ক্ষেত্রেও। সেক্ষেত্রে আর বলার অপেক্ষা রাখেনা এই দুটি ফোন একই।

Moto G10 এর স্পেসিফিকেশন ও দাম

ইউরোপে মোটো জি১০ ফোনটি লঞ্চ হয়েছিল ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০×১,৬০০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে। এছাড়াও এই ফোনে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ইউরোপের এই ফোনের দাম শুরু হয়েছে ১৫০ ইউরো থেকে (প্রায় ১৩,২৬০ টাকা)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News