Moto G85 5G দুর্দান্ত ফিচার্স নিয়ে এই মাসে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করল মোটোরোলা
বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম, প্রতিটি সেগমেন্টে পালা করে নিত্যনতুন স্মার্টফোন আনতে শুরু করেছে মোটোরোলা। গত সপ্তাহে তাদের নতুন মডেল মোটো জি৮৫ ৫জি ইউরোপে লঞ্চ হয়েছে। আর আজ ভারতেও ফোনটির আগমনের কথা ঘোষণা করল সংস্থা। এটি ১০ই জুলাই এদেশে লঞ্চ হবে। ফ্লিপকার্টে লাইভ হওয়া একটি মাইক্রোসাইট মোটো জি৮৫ ৫জি ভারতীয় ভ্যারিয়েন্ট সম্পর্কে প্রায় সমস্ত তথ্য সামনে এনেছে। ক্যামেরা ও ডিসপ্লে এই মিড-রেঞ্জ ফোনের ইউএসপি হতে চলেছে।
মোটো জি৮৫ ৫জি স্পেসিফিকেশন, ফিচার্স
মোটোরোলা নিশ্চিত করেছে যে, মোটো জি৮৫ ৫জি ৬.৬৭ ইঞ্চি পিওলেড কার্ভড ডিসপ্লের সঙ্গে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১,৬০০ নিটস পিক ব্রাইটনেস ও ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামেট সাপোর্ট করবে। ডিভাইসটির স্ক্রিন রক্ষা করতে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস ৫। প্রসেসর হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন ৬এস জেন৩।
মোটো জি৮৫ ৫জি ভারতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। র্যাম ভার্চুয়ালি বাড়ানোর সুযোগ মিলবে। সংস্থার ভাষায় একে বলা হয় র্যাম বুস্ট। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে। মোটোরোলা দুই বছর ধরে সিস্টেম আপগ্রেড ও তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
ফটো এবং ভিডিও তোলার জন্য ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা মিলবে। সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে আইপি৫২ রেটেড চেসিস রয়েছে।
মোটোরোলার এই ডিভাইসে ৫,০০০এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চার্জ হবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জারে। সংস্থার দাবি, ব্যাটারি ফুল থাকলে ৯০ ঘন্টা গান শোনা, ৩৮ ঘন্টা কথা বলা, ও ২২ ঘন্টা ধরে ভিডিয়ো দেখা যাবে। ব্যাক প্যানেলটি ভিগান লেদার দিয়ে নির্মিত হবে। কেনা যাবে তিনটি আকর্ষণীয় রঙে - কোবাল্ট ব্লু, অলিভ গ্রীন, ও আরবান গ্রে। এছাড়া, ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে ১৩টি ৫জি ব্যান্ডের সাপোর্ট, ডলবি এটমোস সহ ডুয়াল স্টিরিও স্পিকার, স্মার্ট কানেক্ট, মোটো সিকিওর, ইত্যাদি।