Motorola Edge 20 সিরিজ ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ হচ্ছে, তার আগে ফাঁস সম্পূর্ণ স্পেসিফিকেশন

By :  SHUVRO
Update: 2021-06-26 07:35 GMT

বিগত কয়েক সপ্তাহে Motorola Edge লাইনআপের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যেগুলি প্রকাশ করার কৃতিত্ব অনেকটাই TechnikNews এবং টিপস্টার ইভান ব্ল্যাস (Evan Blass)-এর৷ ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, Motorola Edge সিরিজের আপকামিং ফোনগুলির কোডনাম - Berlin, Berlin NA, Kyoto, এবং Pstar (Sierra)। ব্ল্যাস কয়েকদিন আগেই টুইট বার্তায় জানিয়েছিলেন, Kyoto ফোনটি Motorola Edge 20 Lite নামে বাজারে আসতে চলেছে। সুতরাং, Berlin, Berlin NA, এবং Pstar কোডনামের স্মার্টফোনগুলি Motorola Edge 20 সিরিজের অধীনেই আসবে বলে জল্পনা তৈরি হয়।

Evan Blass আবারও নতুন লিক নিয়ে হাজির হয়েছেন। এবার Edge সিরিজের প্রত্যাশিত স্মার্টফোনগুলির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ব্ল্যাস তার টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন। তাঁর টুইট থেকে কী কী বিষয়ে জানা গেল, তা আমরা নিচে আলোচনা করবো।

Motorola Edge Berlin ও Edge NA এর স্পেসিফিকেশন

রিজিয়ন - গ্লোবাল মার্কেট

মোটোরোলা এজ বার্লিন ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি (২৪০০x১৮২০) রেজোলিউশন সাপোর্ট করবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরে ফোনটি চলবে৷ সেইসঙ্গে ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজের বিকল্প পাওয়া যাবে।

মোটোরোলা এজ বার্লিনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে - ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যঙ্গেল/ম্যাক্রো ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x জুম)। ডিসপ্লে মধ্যে পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

মোটোরোলা এজ বার্লিন স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১-এ চলবে। গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করার জন্য ফোনে ডেডিকেটেড বাটন থাকবে। সাউন্ডের জন্য ফোনে মনো স্পিকার পাওয়া যাবে। মোটোরোলা বার্লিন এমারেল্ড, স্টাউট, এবং হোয়াইট কালার অপশনে লঞ্চ হবে।

মোটোরোলা এজ বার্লিন স্মার্টফোনটির এনএ ভ্যারিয়েন্ট অর্থাৎ মোটোরোলা এজ এনএ উত্তর আমেরিকাতে লঞ্চ হবে। মোটোরোলা এজ ও মোটোরোলা এজ এনএ স্মার্টফোনের স্পেসিফিকেশনের একদম হুবহু হবে। তবে মূল পার্থক্য ব্যাটারি ক্যাপাসিটিতে। মোটোরোলা এজ এর মতো ৫,০০০ এমএএইচ ব্যাটারির পরিবর্তে মোটোরোলা এজ এনএ ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। আবার এতে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য ডেডিকেটেড বাটন থাকবে না। মোটোরোলা এজ এনএ কীরকম কালার অপশনে আসবে, তা ব্ল্যাস উল্লেখ করেননি।

Motorola Kyoto এর স্পেসিফিকেশন

রিজিয়ন - ভারত ও গ্লোবাল মার্কেট

মোটোরোলা কায়োটো বা মোটোরোলা এজ ২০ লাইট ভারত ও গ্লোবাল মার্কেটের গ্রাহকদের লক্ষ্য করে আনা হচ্ছে। মোটোরোলা কায়োটো ৯০ হার্টজ ফুল-এইচডি+ (২৪০০x১০৮০) ডিসপ্লে সহ আসবে৷ ডিসপ্লে কতটা বড় হবে, তা অবশ্য জানা যায়নি। ফোনে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হবে। ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে এটি আসবে।

মোটোরোলা কায়োটোতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে- ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল/ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ডিসপ্লে মধ্যে পাঞ্চ হোল কাটআউটে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

মোটোরোলা কায়োটো স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অ্যান্ড্রয়েড ১১ সফটওয়্যার ভার্সনে ফোনটি চলবে। গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করার জন্য এতে ডেডিকেটেড বাটন দেওয়া হবে। আইরন এবং কসমো কালার অপশনের বিকল্পে ফোনটি পাওয়া যাবে।

Motorola Pstar এর স্পেসিফিকেশন

রিজিয়ন - ভারত অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ

আগে সিয়েরা কোডনামে পরিচিত হলেও এখন স্মার্টফোনটিকে পিস্টার হিসেবে উল্লেখ করা হচ্ছে। মোটোরোলা পিস্টার ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি (২৪০০x১৮২০) রেজোলিউশন অফার করবে। আবার ডিসপ্লের মধ্যেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরে ব্যবহার করা হবে। ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবিার‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ অপশনে এটি কেনার সুযোগ থাকবে।

মোটোরোলা পিস্টারে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে - ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল/ম্যাক্রো ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x জুম)। ফোনটির গ্লোবাল এডিশনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে। আবার চাইনিজ এডিশনে ফ্রন্ট ক্যামেরার রেজোলিউশন হবে ১৬ মেগাপিক্সেল।

মোটোরোলা পিস্টার স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১-এ রান করবে। গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করার জন্য ফোনে ডেডিকেটেড বাটন থাকবে। সাউন্ডের জন্য ফোনে মনো স্পিকার পাওয়া যাবে৷ ব্ল্যাক, হোয়াইট, ও ব্লু কালার অপশনে ফোনটি লঞ্চ হবে।

Motorola Edge সিরিজের অধীনস্থ এই স্মার্টফোনগুলি কবে লঞ্চ হতে পারে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷ আবার Moto G60 ও 5G ও Moto G6S নামে আরও দুটি স্মার্টফোন Motorola লঞ্চ করতে পার বলে শোনা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News