Xiaomi ও Redmi এর স্মার্টফোন ছাড়াও বিভিন্ন ডিভাইস শীঘ্রই লঞ্চ হবে ভারতে, দেখে নিন তালিকা
Xiaomi ও তার সাব ব্র্যান্ড Redmi স্মার্টফোনের বাজারে এমন জায়গা করে নিয়েছে যে এই সংস্থাদ্বয়ের কোনও নতুন ডিভাইস লঞ্চের খবর শুনলেই আমরা নড়েচড়ে বসি৷ রেডমির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, Redmi Note 11T 5G ভারতে আগামী ৩০ নভেম্বর আত্মপ্রকাশ করবে৷ আবার দুর্দান্ত এই মিড-রেঞ্জ স্মার্টফোনকে অনুসরণ করে শাওমি ও রেডমির বিভিন্ন ডিভাইস এখানে লঞ্চ করা হবে৷ জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা টুইটার খবরটি প্রকাশ করেছেন৷ ভারতে শাওমি ও রেডমির কোন কোন ডিভাইসগুলি (প্রত্যাশিত) প্রথমে আসতে চলেছে, সেগুলি এবার এক নজরে দেখে নেওয়া যাক৷
গত বছরের Redmi Smart Band-এর আপডেটেড ভার্সন Redmi Smart Band Pro খুব শীঘ্রই ভারতে লঞ্চ হওয়া কথা রয়েছে৷ এমনকি, ৩০ নভেম্বর Redmi Note 11T 5G -এর সঙ্গে ওই ফিটনেস ব্যান্ডটি আত্মপ্রকাশ করবে বলেও জল্পনা শোনা যাচ্ছে৷ অন্য দিকে, শাওমি বিশ্ববাজারে সম্প্রতি Redmi Watch 2 lite ঘোষণা করেছিল৷ এই স্মার্টওয়াচটি খুব সম্ভবত চলতি বছর শেষ হওয়ার আগেই ভারতে আসতে পারে৷
এই বছর Redmi Note 11T 5G ছাড়া আর কোন কোন ডিভাইস ভারতে আসবে, সেটা স্পষ্ট নয়৷ তবে গত সেপ্টেম্বর মাসে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ ঘটা শাওমির দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 11T ও 11T Pro খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে৷
আবার Xiaomi 11i এবং Xiaomi 11i HyperCharge ভারতে লঞ্চ হতেই বেশি দেরি নেই৷
এই ফোনগুলি Redmi Note 11 ও Redmi Note 11 Pro-র রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসছে বলে খবর পাওয়া গিয়েছে৷ এতএব, Xiaomi 11i HyperCharge-এর সবচেয়ে বড় হাইলাইট হতে চলেছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং৷ কোনও মিড-রেঞ্জ ফোনে এরকম ফিচার থাকা এক সময় অকল্পনীয় বলেই মনে করা হত৷