প্রস্তুতি তুঙ্গে, Royal Enfield ফের লঞ্চের আগে রাস্তায় নামাল নতুন বাইক, এটা কি Hunter 650?
ভারতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি তাদের রোডস্টার মোটরসাইকেল Hunter 350 লঞ্চ করেছে। এখনও পর্যন্ত বাইকটির প্রতি ক্রেতাদের সাড়া দেখে বেজায় খুশি Classic 350-এর নির্মাণকারী সংস্থাটি। আবার Interceptor 650 ও Continental GT 650 ফ্ল্যাগশিপ মডেল হওয়া সত্ত্বেও এদের বিক্রি যথেষ্টই বেশি। তবে বাইকের ব্যাপক বিক্রি দেখে তারা মোটেও আত্মতুষ্টির শিকার হয়নি। যার প্রমাণ বর্তমানে বাজারে ফের নয়া মোটরসাইকেল লঞ্চের জন্য জোরকদমে হাত লাগিয়েছে সংস্থা। এবারে রয়্যাল এনফিল্ডের লক্ষ্য একটি সম্পূর্ণ ভিন্ন ৬৫০ সিসির মোটরসাইকেলের দিকে। এদেশের রাস্তায় যার পরীক্ষা চালানো কালীন ধরা পড়েছে।
চেন্নাইয়ের ওএমআর-এ রয়্যাল এনফিল্ডের নতুন ৬৫০ সিসির বাইকটির দেখা মিলেছে। এতে Interceptor 650 ও Continental GT 650-এর ৬৫০ সিসি ইঞ্জিনটিই ব্যবহার করা হয়েছে। মডেলটিতে বেশকিছু আপডেট নজরে পড়েছে। ফাঁস হওয়া ছবি দেখে অনুমান করা হচ্ছে এটি স্ক্র্যাম্বলার ৬৫০ সিসি মডেল। আবার Hunter-এর ৬৫০ সিসি ভার্সনও হতে পারে।
স্পট হওয়া বাইকটিতে রয়েছে একটি সিঙ্গেল পিস বেঞ্চ সিট, যা সাধারণত একটি স্ক্র্যাম্বলার মডেলে দেখা যায়। আবার রেট্রো ঘরানা বজায় রাখতে এতে দেওয়া হয়েছে গোলাকৃতি হেডল্যাম্প, টার্ন ইন্ডিকেটর এবং সার্কুলার টেলল্যাম্প। পেছনের ল্যাম্পের ডিজাইন দেখে মনে করা হচ্ছে এটি Meteor 350-এর থেকে এবং এর টার্ন ইন্ডিকেটরটি Hunter 350-এর থেকে ধার করা হয়েছে। এছাড়া সামনে রয়েছে একটি ছোট ফ্লাই স্ক্রিন, যা কেবলমাত্র ডিজাইনের শোভা বাড়াতে দেওয়া হয়েছে।
মোটরসাইকেলটি স্পোক হুইল এবং সম্ভবত টিউবলেস টায়ারে ছুটবে। রিমের আকারও ভিন্ন। এতে থাকতে পারে ১৭ ইঞ্চি রিয়ার এবং ১৯ ইঞ্চি ফ্রন্ট হুইল। সাসপেনশনের প্রসঙ্গে বললে পেছনে টুইন শক অ্যাবসর্বার এবং সামনে ইউএসডি ফর্কের দেখা মিলেছে। এতে একটি এয়ার-অয়েল কুল্ড ৬৫০ সিসি ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। যা থেকে সর্বোচ্চ ৪৭ পিএস শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে।
আপডেট বলতে এতে একটি নতুন এগজস্ট নজরে পড়েছে। তবে এটি সিঙ্গেল সাইডেড ইউনিট। আবার স্পিড ব্রেকারের কবল থেকে যাতে এগজস্টটি রক্ষা করা যায়, সেজন্য একটি ব্যাস প্লেট ইন্সটল করা হয়েছে। নতুন এগজস্ট পাইপ বাইকটির ওজন কমানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।