2022 Honda CBR650R ভারতে লঞ্চ হল, স্পোর্টি পারফরম্যান্সের সঙ্গে অ্যাড্রিনালিন রাশের গ্যারান্টি

Avatar

Published on:

ভারতে পা রাখল হন্ডা-র নতুন রেসিং বাইক। সংস্থার তরফে আজ নতুন 2022 CBR650R মিডলওয়েট মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করা হয়েছে। ফুল-ফেয়ার্ড বাইকটি ভারতে সম্পূর্ণ তৈরি করে (সিকেডি ইউনিট) আনা হয়েছে। 2022 Honda CBR650R এ দেশে সংস্থার বিগউইং ডিলারশিপে পাওয়া যাবে।

পূর্বতন মডেলের তুলনায় 2022 Honda CBR650R-এ আপডেট সামান্যই। আপডেটেড মডেলটি ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক এবং স্পোর্টি গ্রাফিক্সের সঙ্গে উপলব্ধ হবে। 2022 Honda CBR650R-এর এক্স-শোরুমের দাম ৯.৩৫ লক্ষ টাকা। অর্থাৎ আগের মডেলের চেয়ে ৫০,০০০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের।

এই প্রসঙ্গে হন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট, এবং চিফ এগজিকিউটিভ অফিসার আতসুশি ওগাটা বলেন, “CBR650R-এর শক্তিশালী ইঞ্জিন RR মেশিনের (হাই-এন্ড স্পোর্টস বাইক) অ্যাড্রিনালিন রাশ ও স্পোর্টি পারফরম্যান্সের অনুকরণ করবে। 2022 Honda CBR650R-এর সঙ্গে বাইকপ্রেমীরা একটি মিডলওয়েট মোটরসাইকেলের সত্যিকারের রাইডিং থ্রিল অনুভব করতে পারবেন।”

আগের মতোই 2022 Honda CBR650R দৌড়বে ৬৪৯ সিসির ১৬-ভাল্ভ ফোর সিলিন্ডার ইঞ্জিনে। যা ১২,০০০ আরপিএমে ৮৬ বিএইচপি ও ৮,৫০০ আরপিএমে ৫৭.৫ এনএম টর্ক উৎপন্ন করে। গিয়ারবক্স ছ’টি। বাইকের ওজন ২১১ কেজি এবং সিটের উচ্চতা ৮৩৫ মিমি। অর্থাৎ উচ্চতা কম হলেও রাইডে অসুবিধা হবে না।

সঙ্গে থাকুন ➥