ফোনের ব্যাটারি দ্রুত শেষ করছে 5G নেটওয়ার্ক, এক্ষুনি বদলান এই সেটিংস

Avatar

Published on:

5G Draining Phone Battery

5G নেটওয়ার্কে সুইচ করার পর কি আপনাকে সবসময় ফোন চার্জ করতে হচ্ছে? দ্রুত ফুরিয়ে যাচ্ছে ফোনের ব্যাটারি? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা 5G থেকে কীভাবে ফের 4G-তে ফিরে যাবেন সেই সম্পর্কে বলবো। আপনার কাছে 5G সিম থাকলেও আপনি 4G নেটওয়ার্কে ফেরত যেতে পারেন। এরফলে ব্যাটারি আর দ্রুত শেষ হবে না।

উল্লেখ্য নয়া প্রযুক্তির 5G নেটওয়ার্ক তুলনায় বেশি ব্যাটারি খরচ করে। এই কারণে দ্রুত ব্যাটারি শেষ হয়। তাই অনেকেই আবার 4G নেটওয়ার্কে ফেরত যেতে চাইছেন। আপনিও যদি এই দলে থাকেন তাহলে জেনে নিন কীভাবে 5G থেকে 4G-তে সুইচ করবেন‌।

Android ব্যবহারকারীরা কীভাবে 5G থেকে 4G নেটওয়ার্কে যাবেন

  • প্রথমে আপনার ফোনের সেটিংস অপশন খুলুন।
  • তারপর মোবাইল নেটওয়ার্ক অপশনে ট্যাপ করুন।
  • তারপর নেটওয়ার্ক মোডে ক্লিক করুন।
  • এখানে আপনি বিভিন্ন নেটওয়ার্ক মোড পাবেন, যেখান থেকে আপনাকে LTE/3G/2G (অটো কানেক্ট) বেছে নিতে হবে।

iPhone ব্যবহারকারীরা কীভাবে 5G থেকে 4G নেটওয়ার্কে যাবেন

  • শুরুতে আপনার iPhone এর সেটিংস অ্যাপে যান।
  • তারপরে সেলুলারে ক্লিক করুন।
  • সেলুলার ডেটা অপশন বেছে নিন।
  • তারপর ভয়েস এবং ডেটা অপশনে ট্যাপ করুন।
  • এবার সম্পূর্ণভাবে 5G ডিজেবল করতে LTE বেছে নিন।
সঙ্গে থাকুন ➥