Amazon Daily Quiz: আজ ৫টি প্রশ্ন থেকে জিততে পারেন ১০,০০০ টাকা, উত্তর ও গেমের নিয়মাবলী দেখে নিন

Avatar

Published on:

আজ ৪ জুন, Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র ২৪ ঘন্টার অনলাইন গেম শো ‘Daily App QuizTime’ (ডেইলি অ্যাপ কুইজ) ফের নতুন রূপে লাইভ হয়েছে। এক্ষেত্রে মোট পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলে অংশগ্রহণকারীদের পুরষ্কার জেতার সুযোগ থাকছে, তবে ‘Daily App Quiz’-এর এই সংস্করণ থেকে আজ Amazon Pay (অ্যামাজন পে) ব্যালেন্সে ১০,০০০ টাকা পাওয়া যেতে পারে। উল্লেখ্য, এই গেম আজ থেকে পাঁচ বছর আগে ২০১৭ সালে চালু করে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি; যদিও ইদানিংকালে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যাইহোক আসুন, দেখে নিই কীভাবে বাড়ি বসে কয়েক ক্লিকে এই গেম খেলবেন এবং ঠিক কী কী প্রশ্নের উত্তর দিলে পুরষ্কারের টাকা পকেটস্থ করা যাবে।

Amazon Daily QuizTime গেম খেলার নিয়ম

অ্যামাজনের ডেইলি কুইজ প্রতিদিন রাত ১২টায় শুরু হয় এবং সেই তারিখে রাত ১১:৫৯ অবধি লাইভ থাকে। গেমটি খেলতে হলে বৈধ পরিচয়পত্র বা ভারতের নাগরিকতার প্রমাণ থাকা প্রয়োজন; অন্যদিকে অংশগ্রহণকারীর বয়েসও হতে হবে নূন্যতম ১৮ বছর। আবার এখানে পুরষ্কার জিতে নিতে জেনারেল নলেজ (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত পাঁচ-পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়। যদিও সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই টাকা জেতা যাবে এমন নয়, কারণ এক্ষেত্রে সংস্থা বিজয়ী বাছতে লাকি ড্র-এর সাহায্য নেয়। এই প্রসঙ্গে বলে রাখি, কুইজের নিয়ম বা অন্যান্য বিষয় একই থাকে; তবে পুরষ্কারের অ্যামাউন্ট ও প্রশ্ন রোজই পরিবর্তিত হয়।

Amazon Daily QuizTime গেম খেলার উপায়

১. অ্যামাজনের ‘ডেইলি কুইজ’ খেলতে চাইলে প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে সংস্থার অ্যাপ খুলুন।

২. এরপর অ্যাপে লগইন/সাইন ইন করে ‘মিউজিক, ভিডিও অ্যান্ড গেমিং’ সেকশনে যান। এখান থেকে ‘ফান’ অপশনটি বেছে নিন, যেখানে ‘ডেইলি কুইজ’ নামক একটি ব্যানার দেখা যাবে।

৩. উল্লিখিত ব্যানারে ক্লিক করলেই গেমের পাঁচটি প্রশ্ন অ্যাক্সেস করার সুযোগ মিলবে।

সেক্ষেত্রে প্রতিদিনের মত আমরা আজকের কুইজের পাঁচটি প্রশ্নের পাশাপাশি তাদের উত্তর আপনাদের সামনে রাখছি। এতে আপনাদের পুরস্কারের ১০,০০০ টাকা জেতার পথ অনেকটা প্রশস্ত হয়ে যাবে!

Amazon Daily QuizTime-এর আজকের প্রশ্নোত্তর

১. Gulabo, who recently died at the Van Vihar National Park and Zoo in Bhopal, was the oldest of what animal in India?

উত্তর: Sloth bear

২. Jaitapur, set to be the country’s largest nuclear power generating site, is located in which state?

উত্তর: Maharashtra

৩. Which airlines recently became the first airline to use sustainable commercial aviation fuel?

উত্তর: British Airways

৪. This doll depicts which Marvel character?

উত্তর: Black Widow

৫. A player from which country has won 21 men’s singles Grand Slams in this sport?

উত্তর: Spain

সঙ্গে থাকুন ➥