সমস্ত ধরনের প্রোডাক্টে ছাড়, Amazon Great Indian Festival সেল শুরু হচ্ছে ৪ অক্টোবর থেকে

Avatar

Published on:

কিছুদিন আগেই টিজার প্রকাশ করার পর এবার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (Great Indian Festival) সেলের তারিখ ঘোষণা করল Amazon India। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অ্যামাজনের অন্যতম জনপ্রিয় বার্ষিক Great Indian Festival সেল। তবে সেলটি কতদিন পর্যন্ত চলবে সে বিষয়ে এখনো সংস্থাটি নিশ্চিতভাবে কিছু জানায়নি। অর্থাৎ, অন্যান্য বারের মতোই দুর্গাপুজোর আগে ক্রেতাদের কাছে আসতে চলেছে পছন্দের প্রোডাক্ট সুলভে কিনে নেওয়ার এক সুবর্ণ সুযোগ। প্রতি বছরের মতোই এবারও Amazon Prime সদস্যরা সাধারণ ইউজারদের একদিন আগে সেলের অ্যাক্সেস পাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি প্রাইম সদস্যদের অতিরিক্ত ক্যাশব্যাক, এক্সটেন্ডেড নো-কস্ট EMI-এর সুবিধাও দেওয়া হবে।

Amazon Great Indian Festival সেলের অফার

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন বিজনেস কাস্টমাররা তাদের রেগুলার বিজনেসের জন্য কেনাকাটা অথবা ক্লায়েন্ট বা কর্মীদের কর্পোরেট উপহারের জন্য অফার, বাল্ক ডিসকাউন্ট, স্পেশাল ফেস্টিভ প্রাইস অফার, ক্যাশব্যাক, রিওয়ার্ড সহ একাধিক সুবিধা পাবেন বলে ই-কমার্স সাইটটির তরফে জানানো হয়েছে। এছাড়া অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে HP, Lenovo, Canon, Godrej, Casio, Eureka Forbes সহ একাধিক নামজাদা কোম্পানির ল্যাপটপ, প্রিন্টার, নেটওয়ার্কিং ডিভাইস, অফিস ইলেকট্রনিক্স, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি ক্যাটাগরির সমস্ত প্রোডাক্টের ওপর গ্রাহকরা জিএসটি সহ অতিরিক্ত ২৮% সাশ্রয় করতে সক্ষম হবেন।

Amazon Great Indian Festival সেলের মাইক্রোসাইট অনুযায়ী, Samsung, OnePlus, Xiaomi, Sony, Apple, Boat, Lenovo, HP, Asus, Fossil, Levi’s, BIBA, Allen Solly, Adidas, American Tourister, Prestige, Eureka Forbes, Bosch, Pigeon, Bajaj, Big muscles, Lakme, Maybelline, Forest Essentials, The Body Shop, WOW, Nivea, Dabur, P&G, Tata Tea, Huggies, Pedigree , Sony PS5, Microsoft Xbox, Hasbro, Funskool, Philips, Vega-র মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ১০০ টিরও বেশি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, যা সকল গ্রাহকের কাছে নিঃসন্দেহে এক দারুণ সুখবর।

এই সেলের তারিখ সম্পর্কে ঘোষণা করতে গিয়ে Amazon India-র ভাইস প্রেসিডেন্ট মণীশ তিওয়ারি বলেন, “এবারের Great Indian Festival স্থানীয় দোকান মালিক এবং ছোটো ও মাঝারি বিক্রেতাদের জন্য তাৎপর্যপূর্ণভাবে সহায়ক হবে। সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে তারা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যে চরম দুঃসময়ের মধ্যে দিয়ে গেছে, সেই অবস্থা কাটিয়ে উঠতে এই সেল তাদের বিশেষভাবে সাহায্য করবে, এবং আমরাও এই সেল আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। উৎসবের মরসুমে বাড়িতে নিরাপদে থেকে গ্রাহকদের কাছে তাদের পছন্দের প্রোডাক্ট দ্রুত ডেলিভার করতে আমরা আমাদের কার্যকর পরিষেবা বরাবরের মতোই অব্যাহত রাখব।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥