অফারের সাথে পকেটে পুরুন Redmi Note 10S থেকে OnePlus Nord 2, চলছে Amazon Sale

Avatar

Published on:

বছরের শুরুতে গ্রাহকদের কেনাকাটা আনন্দদায়ক করে তুলতে গতকাল, অর্থাৎ শুক্রবার থেকে ‘মোবাইল অ্যান্ড টিভি ডেজ সেল’ (Mobile and TV Savings Days Sale) আয়োজন করেছে Amazon India। আগামী ১০ তারিখ অবধি এই সেল লাইভ থাকবে, আর সেল চলাকালীন সময়ে আগ্রহীরা Samsung Galaxy M52 5G, OnePlus Nord 2 5G, Samsung Galaxy S20 FE 5G, OnePlus 9 OnePlus 9R এবং Redmi Note 10S-এর মত একাধিক নামী দামী স্মার্টফোনে ছাড় পাবেন। স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের টিভিও সস্তায় কেনা যাবে। আবার ডিসকাউন্ট ছাড়াও ক্রেতাদের এক্সচেঞ্জ ডিসকাউন্ট, ব্যাংক অফার ইত্যাদি সুবিধা দেবে Amazon। চলুন Amazon Mobile and TV Savings Days Sale এর অফারগুলি দেখে নেওয়া যাক।

Amazon Mobile and TV Savings Days সেলে ব্যাংক কার্ডের ওপর অফার

অ্যামাজন মোবাইল এন্ড টিভি সেভিং সেলে সিটি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড গ্রাহকরা ১০ শতাংশ (১,০০০ টাকা পর্যন্ত) ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া উক্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজাকশনে মিলবে ১,২৫০ টাকার ছাড়৷

Amazon-এর সেলে এই ফোনগুলি কিনলে ফায়দা হবে

অ্যামাজনের ওয়েবসাইট অনুযায়ী, এখন ৭,১৯৯ টাকা মূল্যের Redmi 9a Sport ফোনটি কিনতে ৬,৪৭৯ টাকা দাম পড়বে (ব্যাংক কার্ডের অফারে)। অন্যদিকে Redmi Note 10S কেনা যাবে ১৭,৪৯৯ টাকার বদলে ১৬,২৪৯ টাকায়। একইভাবে Samsung Galaxy S20 FE 5G ব্যাংক কার্ড ডিসকাউন্টের সাথে ৩৮,৭৪০ টাকায় বিক্রি হচ্ছে, এমনিতে যার দাম ৩৯,৯৯০ টাকা। এছাড়াও Tecno Spark 8T এবং Vivo V21 5G সেলে যথাক্রমে ৮,৫৪৯ টাকা এবং ২৮,৭৪০ টাকায় মিলবে।

আবার OnePlus Nord 2 5G এবং Xiaomi 11 Lite NE 5G ফোনে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে; যেখানে Samsung Galaxy M52 5G, OnePlus 9, OnePlus 9R এবং Realme Narzo 50A-তে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের কুপন দেবে অ্যামাজন। ডিসকাউন্ট কুপন উপলব্ধ হবে iQOO Z5 এবং iQOO 7 মডেলে ওপরেও।

Amazon-এর সেলে কম দামে এই টিভিগুলি কেনা যাবে

এই মুহূর্তে ৪০% ছাড়ে AmazonBasics 4K TV ৫০ ইঞ্চি মডেল ৩২,৯৯৯ টাকায় বাড়ি আনা যাবে। আবার একই আকারের Sony 4K UHD Google TV ৩০ শতাংশ ছাড়ে ৭৭,৯৯০ টাকায় কেনা যাবে। উপরন্তু ৪৩ ইঞ্চি iFFalcon 4K UHD TV মডেল ৪৮ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি হবে৷

সঙ্গে থাকুন ➥