HomeTech Newsজিতে নিন Redmi Note 11 Pro Plus 5G ফোন, আজকের Amazon Quiz-এর...

জিতে নিন Redmi Note 11 Pro Plus 5G ফোন, আজকের Amazon Quiz-এর প্রশ্ন উত্তর দেখেছেন কি?

এমনিতে বাড়ি বসে কেনাকাটার জন্য একাংশ মানুষই Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) নামক সংস্থাটিকে চোখ বুজে ভরসা করেন। কিন্তু শুধুই কেনাকাটা করে খরচা নয়, বরঞ্চ সাম্প্রতিক সময়ে কুইজ খেলে টাকা আয় করার বাম্পার সুযোগও দিচ্ছে এই জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি। এক্ষেত্রে সংস্থাটি ‘Amazon Redmi Note 11 Pro+ 5G’ (অ্যামাজন রেডমি নোট ১১ প্রো+ ৫জি) নামক কুইজ গেম আয়োজন করেছে যেখানে অংশগ্রহণকারীরা বিজয়ী হলে একটি নতুন Redmi Note 11 Pro+ 5G স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। একটি লাকি ড্রয়ের মাধ্যমে মোট পাঁচজনকে পুরস্কৃত করা হবে। তবে এর জন্য পাঁচ-পাঁচটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে এবং নির্দিষ্ট কিছু শর্তাবলী অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, ‘অ্যামাজন রেডমি নোট ১১ প্রো+ ৫জি’ কুইজটি গতকাল অর্থাৎ ২১শে এপ্রিল থেকে লাইভ হয়েছে। এটি পুরো একমাস মানে ২১শে মে, ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিজয়ীদের নাম আগামী ২৫শে মে ঘোষিত হবে এবং ৩১শে মে তারিখে বা তার আগে বিজয়ীদের কাছে পুরস্কারের স্মার্টফোনটি পৌঁছে যাবে। তবে মনে রাখবেন, এই কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স নিদেনপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া বিজয়ী ঘোষণা করা হলে আপনাকে অবশ্যই ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভারতীয় পাসপোর্টের মত পরিচয়ের বৈধ প্রমাণ প্রদান করতে হবে।

কীভাবে Amazon Redmi Note 11 Pro+ 5G কুইজ খেলবেন?

১. গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে প্রথমে অ্যামাজন মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

২. অ্যাপটি খুলুন এবং লগ ইন বা সাইন ইন করুন।

৩. ‘ফানজোন’ সেকশন থেকে ‘গেমস ফর অল’ বিভাগে যান।

৪. এখান থেকে ‘অ্যামাজন রেডমি নোট ১১ প্রো+ ৫জি’ কুইজ ব্যানারে ক্লিক করুন।

আজকের ‘Amazon Redmi Note 11 Pro+ 5G’ কুইজের প্রশ্ন ও উত্তর

আপনি যদি ইতিমধ্যে অ্যামাজনের কুইজটি খেলে থাকেন এবং এটি জেতার প্রচেষ্টায় থাকেন তাহলে কুছ পরোয়া নেই! আপনাদের সুবিধার জন্য রইল আজকের গেমের প্রশ্নোত্তর।

১. Redmi Note 11 Pro সিরিজ কবে চালু হয়েছিল?

উত্তর: ৯ই মার্চ, ২০২২।

২. Redmi Note 11 Pro সিরিজের ব্যাটারি চার্জ করার ক্ষমতা কত?

উত্তর: ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং।

৩. ভারতে Redmi কর্তৃক লঞ্চ প্রথম 5G ফোন কোনটি?

উত্তর: Redmi Note 10T 5G।

৪. Redmi Note 11-এ কোন ধরনের ডিসপ্লে আছে?

উত্তর: FHD+ সুপার AMOLED ডিসপ্লে।

৫. এখন পর্যন্ত বিশ্বব্যাপী Redmi Note সিরিজের কত ইউনিট বিক্রি হয়েছে?

উত্তর: ২৪০ মিলিয়ন।

RELATED ARTICLES

Most Popular