TechGupTech Newsহ্যাকারদের কবলে iPhone ব্যবহারকারীরা, জরুরি আপডেট আনল Apple

হ্যাকারদের কবলে iPhone ব্যবহারকারীরা, জরুরি আপডেট আনল Apple

সম্প্রতি Apple তাদের ব্যবহারকারীদের জন্য iOS 16.6 এর বিটা সংস্করণ প্রকাশ করল। নতুন এই আপডেটটি অ্যাপলের র‌্যাপিড সিকিউরিটি রেসপন্স সিস্টেমের (Rapid Security Response System) অংশ। পাশাপশি এটি আইফোনের নিরাপত্তা সম্পর্কিত ত্রুটিগুলিকেও ঠিক করবে এবং হ্যাকারদের হাত থেকে রক্ষা করবে। একটি রিপোর্টে Apple বলেছে, ওয়েব কন্টেন্ট দেখার সময় অনেক কোড ক্ষতিকর হতে পারে, আর এই গুলির মাধ্যমে হ্যাকাররা যে কোনো সময় আক্রমণ করতে পারে।

iPhone ব্যবহারকারীদের দেওয়া হয়েছে পরামর্শ

হ্যাকার এবং স্ক্যামারদের এড়াতে, Apple সকল iPhone ব্যবহারকারীদের তাদের ফোনগুলিতে লেটেস্ট ওএস ভার্সন ইনস্টল করার পরামর্শ দিয়েছে। আর যখন একটি কোম্পানি র‌্যাপিড সিকিউরিটি রেসপন্স আপডেট ইস্যু করে, তখন ব্যবহারকারীদের অবিলম্বে নিজের ডিভাইস আপডেট করে নেওয়া উচিত।

Rapid Security Response System কি ?

অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, র‌্যাপিড সিকিউরিটি রেসপন্স (RSR) হল এক ধরনের মেকানিজম, যা ফোনের নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে।

র‍্যাপিড সিকিউরিটি রেসপন্স-এর সাথে অপারেটিং সিস্টেম জড়িত থাকে এবং এতে ডিভাইসটি পুনরায় অন করতে হয়। iPhone-এর পাশাপাশি এই আপডেটটি iPad, iPhone এবং Mac এর জন্যও উপলব্ধ।

RELATED ARTICLES

Top Stories