HomeTech NewsBajaj Dominar: বাজাজের ট্যুরিং মোটরসাইকেলের দাম একধাক্কায় অনেকটা বাড়ল

Bajaj Dominar: বাজাজের ট্যুরিং মোটরসাইকেলের দাম একধাক্কায় অনেকটা বাড়ল

Pulsar 250 রেঞ্জের পাশাপাশি, Dominar 250 ও Dominar 400-এর দাম বৃদ্ধির ঘোষণা করল Bajaj Auto। বেবি ডমিনার নামে পরিচিত Dominar 250-এর দাম পাঁচ হাজার টাকা বেড়েছে। এর ফলে স্পোর্ট ট্যুরিং মোটরসাইকেলটি কেনার জন্য এবার থেকে ১.৬৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।

অন্য দিকে, আরও পাওয়ারফুল Dominar 400-এর মূল্য সাড়ে চার হাজার টাকা বাড়ানো হয়েছে। বাইকটির নতুন দাম ২.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে Dominar 400 -এর আপডেটেড মডেল ভারতে লঞ্চ হয়েছে।

নতুন Dominar 400 একগুচ্ছ ট্যুরিং-ফ্রেন্ডলি অ্যাক্সেসরিজের সাথে উপলব্ধ – লম্বা উইন্ডস্ক্রিন, মেটাল ব্রাশ প্লেট, স্মার্টফোন চার্জিং পোর্ট, রিয়ার লাগেজ ক্যারিয়ার, শক্ত ক্র্যাশ গার্ড, স্যাডেল স্টে (স্ট্যান্ডার্ড নয়), পিলিয়ন ব্যাকরেস্ট, এবং নেভিগেশন স্টে।

ট্যুরিং অ্যাক্সেসরিজ ছাড়া আপডেটেড Dominar 400 মডেলে আর কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই বাইক ৩৭৩ সিসি-র লিকুইড কুল্ড ফুয়েল-ইঞ্জেকটেড ইঞ্জিনে দৌড়বে, যা ৪০ পিএস পাওয়ার এবং ৩৭ এনএম টর্কের আউটপুট দেয়। গিয়ারের সংখ্যা ছয়।

RELATED ARTICLES

Most Popular