Black Shark 4S গেমিং স্মার্টফোনের বাজার কাঁপাতে এই দিন লঞ্চ হবে, ফিচার জানুন

Avatar

Published on:

গত মার্চে বাজারে পা রেখেছিল গেমিং স্মার্টফোনের দুনিয়ায় অন্যতম সাড়া জাগানো নাম Black Shark 4 সিরিজ। সম্প্রতি নানা রিপোর্টে দাবি করা হয়েছিল, Black Shark 4 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে Black Shark 4S-এর উপর কাজ করছে সংস্থা। গত বারের মতো এই সিরিজেও আসতে পারে দু’টি গেমিং ফোন – Black Shark 4S ও Black Shark 4S Pro। জল্পনা সত্যি করে আজ Black Shark 4S সিরিজের লঞ্চের দিন ঘোষণা করা হল। সংস্থাটি আজ তাদের ওয়েইবো পোস্ট মারফত ঘোষণা করেছে যে, আগামী ১৩ অক্টোবর দুপুর তিনটে নাগাদ (স্থানীয় সময়) Black Shark 4S আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

সংস্থার পক্ষ থেকে শেয়ার করা অফিসিয়াল পোস্টারে শুধুমাত্র Black Shark 4S-এর নাম রয়েছে। তবে সে দিন Pro ভ্যারিয়েন্টেরও লঞ্চ হবে বলে মনে করছে টেকমহল। পোস্টারটি পর্যবেক্ষণ করলে দেখা যাবে, Black Shark 4S-এ Black Shark 4S-এ পূর্ববর্তী মডেলের মতো হরাইজনটালি বা লম্বালম্বিভাবে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যদিও ফোনটি কেমন ফিচারের সাথে আসবে, তা এখনও জানানো হয়নি।

ব্ল্যাক শার্ক ৪এস প্রো ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর, ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। উল্লেখ্য, গত মার্চে লঞ্চ হওয়া ব্ল্যাক শার্ক ৪ প্রো-তে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দেওয়া হয়েছিল। স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস মূলত এর ওভারক্লকড ভার্সন।

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, ব্ল্যাক শার্ক ৪ প্রো-র অনুরূপে ব্ল্যাক শার্ক ৪এস প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, ব্ল্যাক শার্ক ৪এস মডেলটিও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের সঙ্গে আসবে। এর ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ব্ল্যাক শার্ক ৪-এ স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ব্ল্যাক শার্ক ৪এস-এ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দেওয়ার সম্ভাবনা আছে। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকার সম্ভাবনা আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥