১০০ টাকার কমে রোজ ২ জিবি পর্যন্ত ডেটা, BSNL, Jio, Airtel ও Vi এর ডেটা প্ল্যানগুলি দেখে নিন

Published on:

লকডাউনের কারণে ঘরবন্দি মানুষ ভিড় বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়া বা ওটিটি প্ল্যাটফর্মগুলিতে। স্বাভাবিকভাবেই বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। ফলে কম্বো প্ল্যানগুলির দৈনিক ডেটা মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। এই কারনেই BSNL, Jio, Airtel, Vi এর মত টেলিকম সংস্থাগুলি ডেটা অনলি প্যাক নিয়ে এসেছে, যেখানে কলিং, এসএমএস এর সুবিধা না থাকলেও, অতিরিক্ত ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। আজ আমরা এই প্রতিবেদনে, বিএসএনএল, জিও, এয়ারটেল ও ভিআই (পড়ুন উই) এর ডেটা প্ল্যানগুলির বিষয়ে বলব, যেগুলির মূল্য ১০০ টাকা বা তার কম।

BSNL এর ৯৮ টাকার ভাউচার :

বিএসএনএল এর এই ৯৮ টাকার বিশেষ ট্যারিফ ভাউচারটি প্রতিদিন ২ জিবি ডেটা অফার করে এবং ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

Airtel এর ৯৮ টাকার ডেটা প্যাক :

এটি একটি ডেটা-ওনলি রিচার্জ প্যাক, যা ১২ জিবি ডেটা অফার করে। এই প্ল্যানের ভ্যালিডিটি বিদ্যমান প্ল্যানের ভ্যালিডিটির সমান।

Jio এর ১০১ টাকার 4G ডেটা ভাউচার :

রিলায়েন্স জিও এই ডেটা অনলি প্যাকে ১২ জিবি ডেটা অফার করে। এই প্যাকেরও ভ্যালিডিটি এয়ারটেলের প্ল্যানের মত।

Vi এর ৯৮ টাকার ডেটা প্যাক :

ভিআই (পড়ুন উই) বা ভোডাফোন আইডিয়ার ৯৮ টাকার এই প্ল্যানটি ২৮ দিনের জন্য ১২ জিবি ডেটা অফার করে।

তবে উল্লেখিত প্ল্যানগুলি ছাড়াও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ৪৮ টাকার এবং জিও ৫১ টাকার ডেটা প্যাকও নিয়ে এসেছে।

Airtel এর ৪৮ টাকার ডেটা প্যাক :

এয়ারটেল এই প্যাকে ২৮ দিনের জন্য ৩ জিবি ডেটা প্রদান করে।

Vi এর ৪৮ টাকার ডেটা প্যাক :

এয়ারটেলের মতো ভিআই এর এই ডেটা-ওনলি প্যাকটিও, ২৮ দিনের জন্য ৩ জিবি ডেটা অফার করে। তবে গ্রাহকেরা যদি এই প্ল্যানটি সংস্থার মোবাইল বা ওয়েব অ্যাপের মাধ্যমে রিচার্জ করেন, তাহলে ২০০ এমবি অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন।

Jio এর ৫১ টাকার ডেটা প্ল্যান :

জিও এর এই ডেটা প্ল্যানটি ৬ জিবি ডেটা সরবরাহ করবে। এই প্ল্যানের বৈধতা বিদ্যমান প্ল্যানের বৈধতার সমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥